আমাদের কথা খুঁজে নিন

   

বাতি ও আত্মক্ষয় ৫

ছায়াপ্রেম-রৌদ্রময় আর শীতল বহ্নিপ্রণয়

আকাশ জুড়ে আছে কাঁশফুল, আমার এক আকাশ উর্ধ্বমুখে আকাশ, অখন্ড আকাশ, অনন্ত আকাশ আমাদের এক আকাশ, অখন্ড আকাশ, মেঘযুক্ত সাদা মেঘ, সাদা সাদা মেঘ, ভেসে বেড়ানো মেঘ আকাশে আকাশে পাখিমেঘ, পাখিপ্রান যে প্রানে পাখি ছিল, পাখি আছে, বন্ধ নয় যে প্রান সেই প্রান এঁকে এঁকে যাই আকাশের গায়, ঘ্রান ও গানে মোহন মিলন, এক হতে হতে একার্ণবের ধ্যান ধ্যাণী প্রানসুত্র, প্রানজাল, প্রানপন এক অনন্ত আকাশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।