আমাদের কথা খুঁজে নিন

   

যারা আমার ফেইসবুক ফ্রেন্ড, যাদের সাথে আমার তুমুল বিতর্ক হয়। এলেখাটি শুধু তোমারি জন্য বন্ধু।

আমার ফেইসবুক ফ্রেন্ডরা, আমার সাথে বিতর্কে যাওয়ার আগে দয়া করে একবার আমার লিখাটি পড়, তারপর যদি তোমার ইচ্ছা হয়, আস বিতর্কে বের করে আনি সত্য অথবা মিথ্যা। মায়ের কাছে শুনা..............................১৬ই ডিসেম্বরের কয়েকদিন পর। আমার খালু গভীর রাত্রে এসে আমার নানাকে ডাকলেন। তিনি নিয়ে আসলেন এক মৃত মানব। সে আর কেউ নয়।

আমার নানার গ্রামের একবীর মুক্তিযুদ্ধা। ১৬ই ডিসেম্বর জীবনের এক রক্ত সমুদ্র পার হয়ে এসেছেন। তাকে বীরের বেশে মায়ের কুলে ফিরে আসার কথা ছিল। তিনি আসলেন ঠিকই তবে মায়ের কুলে নয়, কবরের বুকে। অস্র জমা দেয়ার সময় মাইন্ড বিস্ফোরনে তার মৃত্যু হয়েছে।

মৃত্যু খুবি ছোট একটি শব্দ। যার হয়েছে সেত চলে গেছে কিন্ত যারা হারিয়েছে তারাই যানেন কতবড় বেদনা হলে তার নাম মৃত্যু হয়। মৃত্যুর জন্য বেদনা যথার্থ ন্য(সীমিত জ্ঞান ভাই)। তিনি হলেন বীর শহীদ শিশু (সংক্ষিপ্ত নাম) সরকার। ।

সে ফিরে আসার পর তাকে বিয়ে করানোর কথা ছিল। মৃত্যুর আগপর্যন্ত শহীদ শিশুর মাকে বিশ্বাস করানো যায়নি তার প্রানের চেয়েও প্রিয় সন্তানটি আর এ পৃথিবীতে নেই। তিনি নাকি ছেলের শোকে পাগল হয়ে গিয়েছিলেন। কাঁদতেন আর প্রলাপ করতেন, ছেলে আমার গাজীপুর ফিরে আসবে একদিন। পুত্র শোকেই এই মা পৃথিবী ত্যাগ করেন।

এত কষ্টে দুঃখে ত্যাগে যে দেশ আমরা পেয়েছি, সে দেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা যদি বলেন, জামাতের হেডকোয়ার্টার, তখনও লাহোরে ছিল, এখনও লাহোরে। যারা আমার ফেইসবুক ফ্রেন্ড, যাদের সাথে আমার তুমুল বিতর্ক হয়। এলেখাটি শুধু তোমারি জন্য বন্ধু। দয়া করে youtube এ একবার ঘুরে আস। প্রমান পেয়ে যাবে।

আশা করি আর আর বিরোধিতা করবে না। (Click This Link) আমি রাজাকারের ফাঁসি চাই। জামাত নিষিদ্ধ চাই। আপনি................................................? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।