আমাদের কথা খুঁজে নিন

   

আজ সারাদিন

স্বপ্নগুলো সত্যির প্রত্যয়ে পথচলা ............

আজ সারাদিন কাজ করতে করতে শেষ । আজ বাসায় চার পরিবার কে দাওয়াত দেওয়া হয়। চার পরিবারের মোট প্রায় বিশ জন দাওয়াত খাওয়ার জন্য হাজির! তাদের দেখে মনে হল মেয়ে দেখতে আসছে!! কিন্তু আমরা তো বাবা বিদেশ থেকে আসছে বলে দাওয়াত দিয়েছি। হায়রে কাজ, কি যে কাজ করতে হল আমার অবস্থা শেষ । জীবনেও এমন কাজ করিনি।

এখন আমার হাত ব্যাথা করছে। সবাই খুব মজা করে খাবার খেলো। দেখেন আমার চাচ্চুর খাওয়ার ছবি কেমন করে সব খাবার সাবাড় করেছে - ছবি দেখে মনে হচ্ছে জীবনেও খায়নি রোস্ট । খাওয়া-দাওয়া শেষ করে বলে আবার কবে দাওয়াত আমাদের বাসায় ঠিক আমাদের ব্লগের দুরন্ত স্বপ্নচারী ভাইয়ার মত। ভাইয়া আমাকে কল করলেই শুরু করে দাওয়াত কবে।

হায় রে দাওয়াত!!!!!!!!! যাই হোক আমি ঠিক করেছি যে ভবিষ্যৎ এ কাউকে দাওয়াত দিলে এমন পচাঁ করে বাসায় রান্না করতে বলব যাতে ২য় বার কেউ দাওয়াত খাবার কথা মুখে না আনে। ব্লগের দুরন্ত স্বপ্নচারী ভাইয়া কিছু মনে করবেন না। আপনাকে আমাদের বাসায় আবার দাওয়াত করব। কিন্তু এর আগে আপনার বিয়ের দাওয়াত আমাদের দিতে হবে। তাহলে ভাবি ও আপনাকে একসাথে মজার খাবার এর জন্য দাওয়াত করব।

পচাঁ খাবার এর জন্য নয়। কথা দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।