আমাদের কথা খুঁজে নিন

   

:::: আমার আকাশ রইলো খালি ::::

∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞ আমার আকাশ রইলো খালি চাঁদটা দিলেম তোমায় জোস্না মাখা পথের বাঁকে রেখো তারে বটের শাখে ভালোবাসার পরশ দিও পূর্ণ কানায় কানায়। আমার এ ফুল রইলো কলি তোমায় দিলেম যা যতন করে বপন করে ফুটিয়ে নিও তা আমার এ পথ রইলো একা সবুজ কিংবা ধূসর রেখা সবি দিলেম তোমায় ভরিয়ে দিও বনারণ্যে কিংবা বটের ছায়ায় অপূর্ণ এ গান রইলো বাকী তোমার ছোঁয়ায় পূর্ণ করে দিও পূর্ণ যদি করতে পারো তবেই না হয় নিও :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: রচনাকালঃ ২১/জানুয়ারী-২০১২ ইং জয়াগ, নোয়াখালী  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।