আমাদের কথা খুঁজে নিন

   

একে ধরিয়ে দিন



এই পোষ্টটা ছিল সময়খেকোর । এরপর ধোকাবাজের আর খবর নাই। তাই একে ধরিয়ে দিন। প্রাণী পরিচিতি: ছাগল চাষে স্বনির্ভরতা এবং বর্ণিল অস্ট্রেলিয়ান ছাগ-ছাগী ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৭ শেয়ার করুন: সামহোয়্যারইন ব্লগে এর আগে ফুল বা পাখি নিয়ে অনেক লেখালেখি হয়েছে। তবে প্রাণী নিয়ে সেভাবে আলোকপাত করা হয়নি বললেই চলে।

স্মরণাতীত কাল থেকেই জীবজন্তুর সঙ্গে মানুষের সহাবস্থান চলে আসছে। অন্যদের মত প্রাণীদের প্রতি আমারও বেশ সহানুভূতি আছে। শ্রদ্ধেয় পাঠকদের উৎসাহ-উদ্দীপনা পেলে আমি ধারাবাহিকভাবে বিভিন্ন প্রাণীর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার আশা রাখি। এই পর্বে আজ থাকছে বর্ণিল অস্ট্রেলিয়ান ছাগল বা ছাগ-ছাগীর বিচিত্র জীবনাচরণের কথা। আরো থাকছে ছাগল চাষ সম্পর্কে আমার অভিজ্ঞতার আলোকে গাইডলাইন, যা থেকে আমাদের দেশের বেকার যুবসমাজ স্বনির্ভর হওয়ার সুযোগ পেতে পারেন।

কারা ছাগল চাষ এখনই আরম্ভ করতে পারেন? = ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা = ভূমিহীন শ্রমিকেরা = যাদের সার্বজনীন চারণভূমির লভ্যতা আছে আরম্ভ করার কারণ = অল্প মূলধন বিনিয়োগ এবং দ্রুত লাভ = সাদাসিধে ও ছোটো চালাঘরই যথেষ্ট = খোঁয়াড়ে রেখে (মাঠে না চরিয়ে) পালন করা লাভজনক = ছাগলের উচ্চ উর্বরতা হার = সারা বছর ব্যাপী কাজ = মাংস চর্বিহীন এবং কম মেদযুক্ত ও সকলেই পছন্দ করে = যে কোনো সময়ে বিক্রি করা ও টাকা পাওয়া যেতে পারে আগামী পর্বে থাকছে: কোন্ জাতটি আপনার জন্য সঠিক হবে? সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৩ ১৯ টি মন্তব্য ৩০২ বার পঠিত, পোস্ট রেট করুন পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি ১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৩ ন হন্যাতে বলেছেন: অত্যন্ত সময়উপযোগী পোস্ট... তবে বিদেশীর থেকে দেশী ছাগল সম্পর্কে জানার আগ্রহ বেশী ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৬ লেখক বলেছেন: সুন্দর প্রশ্ন করেছেন। দেশী ছাগল সম্পর্কে সামনের পর্বগুলিতে আনার চেষ্টা করব। তবে অস্ট্রেলিয়ান গোত্রের ছাগ-ছাগী খুবই বাড়ন্ত হয়। অল্প মূলধনে আপনি অধিক লাভ করতে পারবেন। তাছাড়া অস্ট্রেলিয়ান ছাগ খোঁয়াড়ে রেখে (মাঠে না চরিয়ে) পালন করা অত্যন্ত লাভজনক।

২. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০৫ আলমগীর কুমকুম বলেছেন: চমৎকার একটি পোস্টের জন্য ধন্যবাদ। ছাগল এবং ছাগলছাষ সম্বন্ধে জানার অনেক কিছুই আছে। শুনেছি ইরানি ছাগল আর অস্ট্রেলিয়ান ছাগীর হাইব্রীড খুব লাভজনক। এ বিষয়ে কোন তথ্য জানা থাকলে দয়া করে জানাবেন। ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৮ লেখক বলেছেন: জি ভাই অত্যন্ত আগ্রহোদ্দীপক প্রশ্নের অবতারণা করেছেন।

আপনি জেনে খুশি হবেন বাংলাদেশী সংস্থা বিএসটিআই বর্তমানে দেশী ছাগের সঙ্গে অস্ট্রেলিয়ান স্ত্রী ছাগলের সমন্বয়ে একটি আলাদা জাত তৈরির চেষ্টা করে যাচ্ছে। মনে রাখবেন ছাগল চাষের মাধ্যমে অবহেলিত যুবসমাজকে স্বনির্ভর করাই আমার এই লিখার মূল উদ্দেশ্য। ৩. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০৯ মদনঠাকুর বলেছেন: সময়পযোগী পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ অষ্টেলিয়ারয় কি ছাগলকে খাসী করার প্রচলন আছে , থাকলে আশকরি পদ্ধতিসহ বিস্তারিত আলোচনা করবেন । ৪. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১২ ব্লগই শেষ ঠিকানা বলেছেন: পুপা। ৫. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৩ শয়তান বলেছেন: অত্যন্ত সময়উপযোগী পোস্ট ৬. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৪ শয়তান বলেছেন: অস্ট্রেলিয়ান ব্রীড নাকি ভালৈ গাবদা গোবদা হয় ? টেস কিরম ?? ৭. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৫ মনির হাসান বলেছেন: অত্যন্ত সময়োপযোগী জনসচেতনতা'মূলক পোস্ট ।

পোস্ট'টাকে স্টিকি করা হোক । ৮. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯ ক্ষেতমজুর বলেছেন: অত্যন্ত সময়োপযোগী জনসচেতনতা'মূলক পোস্ট । নিয়মিত লিখুন । ছাগল চাষ থেকে অর্থনৈতিক স্বনির্ভরতা আসুক ঘরে ঘরে। + ৯. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৬ মিআমি বলেছেন: আগ্রহের সহিত জানাইতেছি।

আমি শহরে নিজ বাড়ীর সাথে খামার করতে চাই। আমি একজন প্রবাসি। অনেক দিনের সখ। তবে খাওয়াবো কি? আপনি লিখেছেন: খোঁয়াড়ে রেখে (মাঠে না চরিয়ে) পালন করা লাভজনক । কিভাবে জানাবেন।

আমার ব্লগে। ১০. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৬ দেশীসাইকো বলেছেন: শুধু ছাগল সম্পর্কে পোস্ট না দিয়ে, দেশীয় রামছাগল সম্পর্কে বিস্তারিত জানিয়ে আমাদের বার্ধীত করবেন আশারাখি ১১. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১৯ ফিউশন ফাইভ বলেছেন: অত্যন্ত সময়উপযোগী পোস্ট... ১২. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:২৩ বিডি আইডল বলেছেন: রামানুজানকে মনে পড়ে ১৩. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৫ লুকার বলেছেন: বানরের প্রজাতি যেরূপ বিবর্তিত হইয়া মানুষে পরিণত হইয়াছে, সেইরূপ মানুয হইতে বিবর্তিত হইয়া ছাগলে পরিণত হইতে পারে কি? অর্থাৎ, বিবর্তন প্রকরিয়ায় উন্নতমানের মেধাবী ছাগল পাওয়া সম্ভব কি? ১৪. ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৮ পাগল রাজা বলেছেন: ভালা পুস্ট ভাইগ্না, পিলাচ ১৫. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৪ অরণ্যচারী বলেছেন: ১৬. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৩ ক-খ-গ বলেছেন: সময়োপযোগী জনসচেতনতা'মূলক পোস্টের লাইগা ধন্যবাদ ১৭. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৩ নাজমুল আহমেদ বলেছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।