আমাদের কথা খুঁজে নিন

   

যায় কার্তিক ,আসে অগ্রহায়ন



জমে শিশিরের রেখা। টাপুর টুপুর করে পড়বে আর ক'দিন পর। কিষাণ তুলতে যাবে ধানের ফসল। আহা ! বাংলা । আহা ! সেই প্রাণের শৈশব।

সেই মমতার ঘ্রাণ উড়ে যায় বুকের পাঁজর ছুঁয়ে। এই সময়টা আমার বড় প্রিয়। কমে আসে নদীতে জোয়ারের ধ্বনি। কোনো কোনো স্থানে পার হয়ে যাওয়া যায় নদী, পায়ে হেঁটে। শীতের আমেজে মৌ মৌ করে গাছে গাছে জাগে কৃষ্ণচূড়া - পলাশের রঙ ।

ক্বীন ব্রীজ পার হতে হতে আমি দেখি এই সুরমার উজান তাকিয়ে আছে আমার দিকে , চাহনীর বেষ্টনি বাড়িয়ে ! ছবি - শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।