আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়া অভিযানে যুক্তরাষ্ট্রকে ফ্রান্সের সমর্থন

হামলার সব বিকল্প পথই বিবেচনা করে দেখা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছেন ওলাঁদ। তাছাড়া, কয়েকদিনের মধ্যেই সেখানে হামলা চালানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
জনগণের ওপর মারাত্মক রাসায়নিক গ্যাস হামলা চালানোর জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে শাস্তি দিতে সেখানে সামরিক হামলা চালানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এ লক্ষ্যে একটি জোট গড়ার চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলার পর ফ্রান্স এতে সাড়া দিল। ব্রিটেন এরই মধ্যে পার্লামেন্টের ভোটে সিরিয়া অভিযান নাকচ করেছে।
কিন্তু ব্রিটেনের এ পদক্ষেপে কিছু যায় আসে না উল্লেখ করে ফরাসি দৈনিক ‘লা মন্ডে’র সঙ্গে শুক্রবার এক সাক্ষৎকারে ওলাঁদ বলেছেন, দামেস্ক সরকারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়াকে তিনি সমর্থন করেন।
তিনি আরো বলেন, “সামরিক অভিযানে অংশ নেয়া না নেয়ার ব্যাপারে প্রতিটি দেশ স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিতে পারে। ব্রিটেন নিজের স্বাধীনতায় সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সার্বভৌম”।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.