আমাদের কথা খুঁজে নিন

   

লাগ বাবাজি লাগ

পাখি পর্ব চলছে

কয়েকদিন ধরিয়া কী যেন হইয়াছে-আমার কিছুই ভাল লাগিতেছে না। এই বিষয়টি লইয়া আমি যারপর নাই বিব্রতবোধ করিতেছি। ভাবিয়া পাইতেছি না-আমার সামনে এমন কী মামলা আসিয়া উপস্থিত হইলো যে আমি বিব্রত বোধ করিতেছি? তবে কি আমি জাস্টিস হইয়া গিয়াছি আমার অগোচরেই? কিন্তু আমি তো লিখিতেছি। অর্ডার অর্ডার বলিয়া চিল্লাইতেছি না। তাহা হইলে? বিষম ফ্যাসাদে পড়া গেল তো! চেনা মানুষ দেরও চিনিতে না পারিয়া বিষম বিরক্ত হইতেছি।

এমন তো হইবার কথা নয়? খাইতে ভাল লাগিতেছে শুধু। আর খাইবার সময় আমি বেশ ক্রিয়েটিভ হইয়া পড়িতেছি। এই যেমন আজকে দুপুরের আহার করিবার সময় ভাবিলাম ডিজাস্টার লইয়া পড়াশুনা করিবো। কারণ মানশ্চক্ষে দেখিতে পাইতেছি ডিজাস্টারের জামানা আসিতেছে। আমি বড়ই চিন্তিত বোধ করিতেছি।

কারণ কাগজপত্রে ইদানিং আর এইডস লইয়া খুব একটা আলোচনা-সমালোচনা-গোলটেবিল-লম্বাটেবিল আলোচনা হইতেছে না। অথচ এইডস আমার খুব প্রিয় একটা বিষয়। এই বিষয়টি লইয়া যদি সবধরণের আলোচনা বন্ধ হইয়া যায় তাহা হইলে আমাদের কনডম ব্যাপারীদের কী হইবে এই লইয়া আমি বড্ড চিন্তিত। অবশ্য এতদিন যা হইয়াছে তাতেই এই ব্যাপারীদের পরবর্তী চৌদ্দপুরুষ ভালমতই বুঝি খাইয়া পইড়া বাঁচিতে পারিবে। এতদিন যে ভয় ঢুকানো হইয়াছে মানুষের মনে তাহাতে প্রাণীকুলের এই প্রজাতিটি আরো দীর্ঘদিন পর্যন্ত রাবারের ওই বিশেষ জিনিসটি বিশেষ অঙ্গে না লাগাইয়া তাহার মৌলিক কর্মটি সমাধা করিতে পারিবে না।

এইডস লইয়া আমরা বেশ আমোদেই দিন কাটাইতেছিলাম। এইডসের বদৌলতে কনডম জিনিসটি আমাদের ছায়ার মতো সুরক্ষা দিতেছিল এতদিন। তাই বলিয়া কনডম ছাড়িয়া একেবারে ডিজাস্টার? হইতেও পারে। আমি অবশ্য একধরনের ব্যাখ্যা করিয়া লইয়াছি। অস্ত্র মাত্রই ব্যবহারযোগ্য।

দু'টোই অস্ত্র। এবং দু'টোই আমাদের হস্তে ধরা রহিয়াছে। সুতরাং ব্যবহার হইবেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।