আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ - লুভর মিউজিয়াম (১৮+)

ক খ গ ঘ ঙ
লুভর মিউজিয়ামে কিছু শিল্পকর্ম (বিশেষ করে ভাষ্কর্য) দেখে খুবই অবাক হয়েছিলাম। নিজের চোখকেও বিশ্বাস হচ্ছিলো না নিখুত ভাষ্কর্যগুলো দেখে। কিছু কিছু ব্লগারকে তাই একবার কথা দিয়েছিলাম, লুভর মিউজিয়াম থেকে তোলা কিছু ছবি শেয়ার করবো বলে। কিন্তু অনেকদিনই কাজটা করতে পারিনি। প্রথম কারন, ছবিগুলো যখন তুলেছিলাম তখন এগুলো ব্লগে শেয়ার করবো, এমনটা মাথায় ছিলনা।

তাই খুজতে গিয়ে দখলাম যে ছবিগুলো তুলেছিলাম তাতে শিল্প কর্মের চেয়ে, চেনা জানা মানুষের আধিক্যই বেশি। তাই কাটছাট করে কিছু ছবি তুলে দিলাম। লুভর মিউজিয়ামটা এতো বড়, যে কম করে হলেও দুইটা পুরা দিন সময় না দিলে তা দেখা সম্ভব নয়, সেখানে আমি মাত্র ৩ ঘন্টায় দেখেছিলাম মিউজিয়ামটা। তাই যতটা পেরেছি ছবি তুলেছি, তবে কিসের ছবি তুলেছি তা আর আজ মনে নেই। তাই আজকের ব্লগে বর্ননা থাকছে না, থাকছে শুধু কিছু ছবি - কিছু চিত্রকর্মের আর কিছু ভাষ্কর্যের।

এর মধ্যে অনেকগুলো হয়তো আপনারা দেখেই চিনতে পারবেন, আর যেগুলো চিনতে পারবেন না, সেগুলো সম্পর্কে আমার কাছেও খুব একটা তথ্য নেই। পুরাতন ব্লগ: আবার কিছু ছবি - এবার শার্ম এল শেখ Click This Link আবারও ইতালী - এবারের শহর ফ্লোরেন্স এবং পিসা। কিছু ছবি ১৮+ Click This Link পম্পেই থেকে ভিসুভিয়াস - কিছু ছবি, কিছু স্মৃতি Click This Link ঐতিহাসিক শহর রোম - অল্প কয়েকটা দিনে যেমনটা দেখেছি। সাথে কিছু ছবি থাকছে বোনাস হিসাবে। Click This Link মন ভালো করা কিছু ছবি - ক্যামেরার চোখে কায়রো Click This Link মজার ছবি - জিব্রাল্টার এয়ার পোর্ট(???) Click This Link ছবিতে প্যারিস Click This Link
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।