আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ায় একে-৪৭ সহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার


একে-৪৭ রাইফেল এবং বিপুল পরিমাণ গুলিসহ কুষ্টিয়া শহর আওয়ামী লীগের এক নেত্রীকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া পুলিশ। রাতে কুষ্টিয়া শহরের উপকণ্ঠে পুলিশ চেকপোস্টে শহর মহিলা আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদিকা তাসলিমা খানম আঁখিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের মাইক্রোবাস তল্লাশি করে একটি একে-৪৭ রাইফেল, একটি শটগান ও ৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কুষ্টিয়া সদর থানার ওসি এসএম ফারুক রাত দেড়টায় জানান, উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি একে-৪৭ রাইফেল, একটি শটগান ও ৮২ রাউন্ড গুলি রয়েছে। এর মধ্যে একে-৪৭ এর ৬৬ রাউন্ড ও শটগানের ১৬ রাউন্ড গুলি রয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট শাহাবুদ্দীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গভীর রাতে জানান, রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের উপকণ্ঠে মঙ্গলবাড়িয়া এলাকায় পুলিশ চেকপোস্টে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় মাইক্রোবাস আরোহী আঁখি, রানী, রাজ্জাক ও চালক শাহীনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের একটি সারপ্রাইজ চেকপোস্ট কুষ্টিয়া শহরে ঢোকার মুখে মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালায় বলে জানান তিনি। আঁখির রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি জেলা পুলিশ প্রধান। তবে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আঁখির রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, "আঁখি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকার দায়িত্বে আছেন।

তার স্বামী হায়দার খান কোহিনূর কুষ্টিয়া শহরের আড়�য়াপাড়ার বাসিন্দা। আঁখি কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। " কুষ্টিয়া জেলা আওয়ামী লীগে বিবদমান দু'টি গ্রুপ রয়েছে। এর মধ্যে পৌর মেয়র আনোয়ার আলী একটি অংশের ও ব্যারিস্টার আমিরুল ইসলাম অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন। এই দু'টি গ্রুপ পাঁচ বছর আগে পাল্টাপাল্টি কাউন্সিলের মাধ্যমে শহর মহিলা আওয়ামী লীগের দু'টি কমিটি গঠন করে।

গ্রেপ্তার হওয়া আঁখি ব্যারিস্টার আমিরুল ইসলাম গঠিত কমিটির সাধারণ সম্পাদিকা। একে-৪৭ রাইফেল এবং বিপুল পরিমাণ গুলিসহ কুষ্টিয়া শহর আওয়ামী লীগের এক নেত্রীকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া পুলিশ ছবি : ইন্টারনেট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.