আমাদের কথা খুঁজে নিন

   

কলেজ-অধ্যাপক

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

কলেজ-অধ্যাপক শাফিক আফতাব...................... এসো আবার শুরু করি শুরু থেকে___ প্রথম প্রেমের ক্যাম্পাসে এসে লুটোপুটি খেয়ে ফুটি প্রথম গোলাপ___ দ্বন্দ্ব-সংঘাত, মনোমালিন্য ভুলে যাই আজকের কম্পিত দেহে দোহে ঝিলে দেই ঝাপ। বড় চাকুরে হবো, ___প্রশাসন ক্যাডার জেলা সদরে পাবো একটি সরকারি বাড়ি নদী ছুঁয়ে যাবে আমাদের নির্জন বাড়ির পাড় প্রতিদিন তোমায় দেবো রঙিন শাড়ি।

ঝোপে জঙ্গলে ছাওয়া সেই বাড়িটি থেকে থেকে তুমি আমি খাবো লুটোপুটি আমাদের সাথি হবে মধুরমগ্ন রাত আর নির্জনতা ছন্দের তালে শেখাবো তোমায় স্বরচিত কবিতা। ভাগ্যগুণে আমি আজ হায় কলেজ-অধ্যাপক প্রত্যহ বলে যাও শুধু___ 'আমি ঠক, প্রতারক' ৩০.০৮.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।