আমাদের কথা খুঁজে নিন

   

~ রুপকথা ৩ ~

~ ভাষা হোক উন্মুক্ত ~
= হ্যালো ~ পাপাআআআআআআআ = আরে ... বাবুনী ... দাঁড়াও আমি ফোন দেই ............ = হ্যালো পাপা ... এখন বলেন কেন ফোন করেছেন ... আম্মি মেরেছে? ~ পাপাআআআআ ... আমি সাদি করে ফেলেসি = অ্যাঁ ... (পুত্রের এই কথায় পিতা হিসাবে আমার কি বলা উচিৎ বুঝতে পারছিলামনা ) ~ অইযে নাওমি আসেনা? নাওমি আমাকে বলেসে টোমাল নাম কি বাবু? আমি বলেসি শাহরিয়ার কবির আদিত্য বাবু ... = তারপর? ~ টারপর নাওমি বলেছে আদিত্যর সাথে তো আমার পেয়ার হয়ে গেসে = অ্যাঁ ... কি ভাবে হলো? ~ টখন তো আমরা সাদি করে ফেলেসি = খাইছে আমারে ~ হাহাহাহা ... আম্মি দেখ পাপাকে না কি কে খেয়েই ফেলেসে = হুম ... বাবুনী ... বলেন তো 'তেতুল' ~ তেতুল = বলেন তো 'তুতুন' ~ তুতুন = বলেন তো 'তখন' ~ টখন = ওই ব্যাটা, 'ত' তো বলতে পারিস, তাহলে 'তখন' কে 'টখন' বলিস কেন? ~ আমি যে সোটো = ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি ছোট ~ বেথী থোত না কিন্তু = এক্ষন বললি 'সোটো', এখন আবার 'থোত' বলতেছি্স কেন? ~ হি হি হি ... = আচ্ছা, পাপা আপনি কি খেয়েছেন আজকে? ~ জানো পাপা, নাওমি না আমাকে ওর নং পেন্সিল গিফট করেসে = বাহ বাহ ... তুমি কিছু দিয়েছো ওকে? ~ আমি দিয়েসি তো = কি দিয়েছো? ~ একটা রাবার দিয়ে দিয়েসি, ইয়োলোটা ... = আচ্ছা, ভাল করেছো ... তোমরা কি এক সাথে বস ক্লাসে? ~ হুম ... = তোমরা একসাথে খেলা কর? ~ খেলি তো = কি খেল? ~ অনেক কিসু = আচ্ছা, তাহলে তুমি খেলা করো, পাপা কাজ করি? ~ পাপা ... পাপাআআআ ... আমি টো এখন নাওমির দ্যান্স ডেখতে যেতে চাই, আম্মি নিয়েই যাচ্ছেনা = ও ... এই কারনে ফোন করেসেন পাপাকে? ~ হু ... = আম্মিকে বলেন যে পাপা নিয়ে যেতে বলেছে ~ (আম্মি, পাপা বলেসে নিয়ে যেতে, না নিয়ে গেলে টোমাকে পিট্টি দিবে) = ওই চুপ চুপ ... কি বলিস? আমারে মাইর খাওয়াবিতো ~ হেহেহেহে ... পাপা ভয় পেয়েসে = হাহাহাহা = পাপা, নাওমি তো এখন ঘুমিয়ে পরেছে, ঘুম থেকে উঠলে আম্মি নিয়ে যাবে আপনাকে, ওকে পাপা ~ আত্তা ... কিন্তু ... টুমি আম্মিকে বলে দিও কিন্তু = আচ্ছা পাপা, আমি বলে দেব = পাপা, আপনি কাকে সবচেয়ে বেশী আদোর করেন ~ পাপাকে আল আম্মিকে আল মামাকে আল নাওমিকেও = থ্যাঙ্কু পাপা ... ~ অয়েলতাম = হাহাহা ... ~ আচ্ছা রাখি ... বাই = বাই সোনামনি আগের পর্বঃ ~ রুপকথা ২ ~ ~ রুপকথা ~
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।