আমাদের কথা খুঁজে নিন

   

" প্রহর "



বিশ্বাসের জলে কাঁদায় গড়ে উঠে জীবন প্রতিটি মন্ডপে মন্ডপে। আমি পূজারী নিত্য অর্চনা করে চলি হৃদয়ের সব অর্ঘ্য ঢালি চরনতলে বেদীমূলে পড়ে থাকে আমার উপাসনার ছিন্ন পাপড়ি। অবিশ্বাসের ওলোধ্বণী বাজে সলাজ সন্ধ্যায় অভিরাম সংলাপ চলে পারস্পরিক বুঝাপোড়ার বাস্তবের ঘরে ফিরে যাই নিঃসঙ্গ ভ্রম্যচারী মরিচীকায় গড়া আসনে বসা কিছু পিছুটান ফিরে ফিরে দেখা দিয়ে যায় আমার নিংশ্বাসে,আমার দীর্ঘশ্বাসে। কথার তান্ত্রিক বনে আমার আনমনা যাত্রা ভাবলেশহীন ভাবের সাগরে পড়ে থাকা কলংকের দ্বিপ্রহর,চাহিদার অষ্টপ্রহর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।