আমাদের কথা খুঁজে নিন

   

" ঘাটাইলে রাষ্ট্রপতির কুশপুত্তলিকা পুড়িয়েছে বিক্ষোভকারীরা। "আর কবে আমরা বদলাতে পারবো ???



ভৈরবকে জেলা করার সরকারের উদ্যোগের প্রতিবাদে সোমবার কিশোরগঞ্জে আজ সারাদিনের হরতাল পালন করছে একটি নাগরিক কমিটি। বাজিতপুর উপজেলার সরারচর স্টেশনে চট্টগ্রামগামী মেইল ট্রেন এবং কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ স্টেশনে ভৈরবগামী ঈশাখাঁ এক্সপ্রেস আটকা পড়েছে । যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ঢাকা - ময়মনসিংহের। জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভৈরব থেকে নির্বাচিত হন। পরে তিনি এ আসন ছেড়ে দেওয়ার পর উপনির্বাচনে তার ছেলে নাজমুল আহসান এ আসন থেকে নির্বাচিত হন।

সকাল থেকেই জেলার 'অখণ্ডতা' রক্ষার দাবিতে এ কর্মসূচি পালন করছে জেলা অখণ্ডতা রক্ষা সংগ্রাম পরিষদ। দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, অফিস আদালতসহ সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের হয়। ভৈরব ছাড়া জেলার বাকি ১২টি উপজেলায় হরতাল পালিত হচ্ছে। বেলা পৌনে ১১টায় শহরের গাটাইলে একদল বিক্ষোভকারী রাষ্ট্রপতির কুশপুত্তলিকা পোড়ায়।

এই হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। এর থেকে আমরা কবে পরিত্রান পাবো জানি না! রাষ্ট্রপতির কুশপুত্তলিকা পোড়ানোর কোন মানের প্রতিবাদ সে সম্পর্কে আমি মুখ খুলতে চাই না। বিশ্বায়নের এই যুগে আমাদের প্রতিবাদ জানাবার ভাষায় বৈচিত্র্য আনতে হবে। আর তা সময়ের দাবী হয়ে দাড়িয়েছে। তারুণ্যে দৃষ্টি আকর্ষন করছি।

আয় ভাই আমরা একটু ভাবি প্রতিবাদের নতুন কোনো উপায় যাতে করে দেশ এবং দেশের ভাবমূর্তির গায়ে আচড় না লাগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।