আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকের ভন্ডামি এবং নতুন চ্যানেল ৭১



গতকাল আর টিভিতে একটা টকশো দেখছিলাম । এই টকশোতে নতুন ১০টি চ্যানেলের বিষয়ে আলোচনা হচ্ছিল । সাংবাদিক মোজাম্মেল বাবু নতুন চ্যানেল ৭১ -এর অনুমোদন পেয়েছেন । এতদিন আওয়ামী লীগের জন্য খাটার পুরস্কার পেয়েছেন (নাকি দালালি বলবো?অনুষ্ঠানে দাবি করেছেন , তিনি আওয়ামী লীগের কর্মী না) । যাহোক আমার এখন এসব দেখতে মজাই লাগে ।

মজা লাগার বিষয়টা বলি । উপস্থাপক, প্রবীণ সাংবাদিক জনাব এ,বি এম মুসা সাহেবের সাথে ফোনে কথা বলেন । জনাব মুসা অভিযোগ করেন যে, তার পেটেন্টকৃত নাম চ্যানেল ৭১ তাকে না দিয়ে মোজাম্মেল বাবুকে সরকার অনুমোদন দিয়েছে । এই কথা শোনার পর সাংবাদিক মোজাম্মেল বাবুর চেহারা দেখার মত হয়েছিল , উনি বেশ বিব্রতবোধ করছিলেন । মোজাম্মেল বাবু সাহেব যুক্তি দিলেন যে, সরকার অনুমোদন দেয় যে কোম্পানি লাইসেন্সের আবেদন করে সেই নামে ।

টিভি চ্যানেলের নামে না । তাই তার চ্যানেল বৈধ । এটার আইনগত দিক আদালতে ফয়সালা হবে বলে জানিয়েছেন জনাব মুসা । আমি বলতে চাই নৈতিক দিক বিবেচনা করলেও কি মোজাম্মেল বাবুর উচিত হয়েছে আরেকজনের আবেদন করা নামটি চুরি করে নেয়া ? এতদিন জানতাম কাক কাকের মাংস খায়না । উনি একজন সাংবাদিক হয়ে আরেকজন প্রবীণ সাংবাদিকের আবেদন করা নামটি মেরে দিলেন !! একদল সাংবাদিক নাকি না লেখার জন্য টাকা পেয়ে থাকেন!! কথাটা সত্যি নাকি ? তবে আমি শ্রদ্ধা করি খুলনার নিহত সাংবাদিক মানিক বাবুসহ এদের মত সৎ সাংবাদিকদের দালাল শ্রেনীর জন্য একটা কথা জানিয়ে রাখি ।

আমি মনে করি এর আগের সরকারের আমলরে চ্যানেলগুলো বলতে গেলে একই কায়দায় দেয়া হয়েছিল । আমি সেটাও সমর্থন করি না । এবার সরকার নিঃলজ্জের মত যে কাজটি করেছে তা হচ্ছে, নীতিমালা অনুযায়ী পত্রিকায় বিগ্গাপন দিয়ে তারপর নতুন চ্যানেলের অনুমোদন দিবে । এটুকু তর সইতে পারলো না !! আসলে এখন কিছু মানুষ দেশের সবকিছু লুটেপুটে খাচ্ছে । সরকারি বিরোধী দল বলে কিছু নাই ।

এক শ্রেনীর বাটপার দেশের সব সম্পদ লুটে খায় । এদের একটা অংশ সব সময়ই সুখে থাকে(মূলত ব্যবসায়ী, আমলা, সাংবাদিক -এদের বাটপার অংশটা) । রাজনীতিবিদ-দের একটা অংশ দল ক্ষমতায় থাকলে খেয়ে থাকে । একটা অংশ সব সময় প্রফিট শেয়ারিং বেসিসে খেতে থাকে ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.