আমাদের কথা খুঁজে নিন

   

ফোন বিল

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
ফোন করি প্রতিদিন দুইবেলা চারবার, যার তার কথা বলে কেটে দাও বারবার। ‘মা এল’, ‘বাবা এল’, ‘ঐ জানি এল কে’- খুট করে ফোন রাখ চোখটার পলকে! হালি হালি ফোন করি তবু যার পরনাই- একটাও ফোন তুমি আজতক কর নাই! এ মাসেতে বিল-এল তিন তিন সাত পাঁচ, ওরে বাবা, এইটা কি চক্ষু চরকগাছ! বলেছেন বাবা, ‘ফোন লাইন কেটে নেওয়াব’। তোমার বাবাকে দিয়ে এই বিল দেওয়াব!!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।