আমাদের কথা খুঁজে নিন

   

রাগ আর অনুরাগের কথা - কার পোস্ট পড়বো, কারটা পড়বো না

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

লেখক হিসেবে সব ব্লগারের আকাঙ্ক্ষা একটাই- তাঁর পোস্টটি অধিক পঠিত হবে ও ঝাঁকে ঝাঁকে মন্তব্য পড়বে তাতে। আর মন্তব্যকারী হিসেবে আপনার-আমার- সব ব্লগারের আকাঙ্ক্ষা কীরকম? সবাই অন্তত এটুকু চাইবেন- লেখক আপনার মন্তব্যটি পড়ে একটা উত্তর দেবেন, বা রিসপন্‌স করবেন, যা একটা স্মাইলিং ইমোটিকনও হতে পারে।

কিন্তু অনেক লেখকের মধ্যেই বোধহয় এ সৌজন্যবোধটুকু সঠিকভাবে ক্রিয়াশীল থাকে না সব সময়। ফলে হয় কী, একটা কমেন্ট করার পর সময় ও সুযোগ বুঝে ওখানে ঢুঁ মারলেন, কিন্তু দেখলেন লেখক পোস্ট ছেড়ে দিয়ে হাওয়া হয়ে গেছেন, কিংবা দীর্ঘ শীতনিদ্রায় ডুব দিয়েছেন। লেখক হয়তো তার পরও একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার কমেন্টের উপর তাঁর কোনোই আগ্রহ দেখা যায় না। আপনাদের কেমন লাগে এ ব্যাপারটা? আমার কিন্তু মোটেও ভালো লাগে না। লেখককে তখন চরম অভদ্র বা ডিসকার্টিয়াস মনে হয়।

এ কারণে অনেক ব্লগারের ব্লগ পড়া বাদ দিয়েছি; যদ্দিন মনে থাকে তাঁর নাম, তাঁর দিকে ভুলেও তাকাই না। আপনার একটা কমেন্টের দাম লাখ টাকারও বেশি, এটা মনে রাখবেন। এটা মনে রাখবেন, আর বুঝেশুনে কমেন্ট করবেন, দেখেশুনেও- কে আপনার কমেন্টের কদর করলেন, কে তার মূল্যই বুঝলেন না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।