আমাদের কথা খুঁজে নিন

   

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির গণস্বাক্ষর সংগ্রহ অভিযান



গত ২৪ অক্টোবর দারুণ একটা জাতীয় কনভেনশান আয়োজনের পর আজ থেকে মডেল পিএসসি-২০০৮ বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হতে যাচ্ছে। কর্মসূচী আজ বিকেল ৪:৩০ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আরম্ভ হবে। আমরা আন্দোলনকে আরও বেগবান করতে আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। আমাদের সম্মিলিত প্রতিরোধই কেবল পারবে তেল-গ্যাস ও খনিজ সম্পদ পাচারের যে কোন অপপ্রচেষ্টাকে রুখে দিতে, তা সে যত বড় ডিজিটাল সরকার, তার চ্যালা-চামুন্ডা এবং তাদের প্রভুদেরই হোক না কেন। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে আওয়াজ তুলুন : # সমুদ্রের গ্যাস সম্পদ রপ্তানির লক্ষ্যে ও বিদেশী কোম্পানির স্বার্থে প্রণীত জনগণের অনুমোদনহীন মডেল পিএসসি-২০০৮ অবিলম্বে বাতিল করতে হবে #এই মডেলের ভিত্তিতে প্রণীত দরপত্র অনুযায়ী নির্বাচিত কনোকো ফিলিপস ও টাল্লোর নিয়োগদানকে অবৈধ বলে ঘোষণা করতে হবে # অবিলম্বে বাংলাদেশের সমুদ্রসীমা চিহ্ণিত করতে হবে # সমুদ্র সৈকতের খনিজ সম্পদ লুন্ঠন ও পাচারের আয়োজন বন্ধ করতে হবে # কেয়ার্ন এনার্জিকে দেয়া তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি বাতিল করতে হবে # এশিয়া এনার্জিকে বহিষ্কার ও উন্মুক্ত খনন পদ্ধতি বাতিলসহ ৬ দফা ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে # মাগুরছড়া ও টেংরাটিলার গ্যাস সম্পদ ধ্বংসের জন্য দায়ী শেভরন ও নাইকোর কাছ থেকে ২০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করতে হবে # দেশের সম্পদ লুন্ঠন ও পাচার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আসুন সবাই মিলে সম্মিলিতভাবে চিৎকার করে উঠি- লুট জুলুমের সময় শেষ, জনগণের বাংলাদেশ নীচের লিংক থেকে স্বাক্ষর সংগ্রহের ফর্মের পিডিএফ কপি পাবেন, প্রিন্ট করে ব্যবহার করতে পারেন: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।