আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ ডাকছে(মোঃমেহেদী হাসান মেহেদী)



মেঘ লেগেছে আকাশ জুড়ে, ঝিলিক দিয়ে, ঝিকিয়ে ওঠে, গড়্ গড়্ গড়্, কড়্ কড়্, ডাকছে মেঘ দারুন ভাবে! মেঘ ডাকছে দারুন রং এ! আঁধারে সব পরিস্কার আজ, দিনের আলো ঝিকিয়ে ওঠে। আলো আগে ঝিকিয়ে ওঠে বজ্র হুংকার একটু পড়ে, নামে বৃষ্টি তারই মাঝে মেঘ ডাকছে দারুন ভাবে। ভিজতে যেন হবে যে আজ মেঘেরই সব আহবানে, দারুন ভাবে পড়ছে ধরায় কড় কড় গড় দারুন ভাবে। ধাস, গড়াম, কড়াৎ করে, ডাকছে যে মেঘ ঝিকিয়ে ওঠে, পরক্ষণের শব্দ যেন, ঝিকিয়ে ওঠার সংকেতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।