আমাদের কথা খুঁজে নিন

   

ডন ভিটো কর্লিয়নি(বিখ্যাত অথবা কুখ্যাত মাফিয়া ডন) বাংলাদেশে আসছিলেন।

ছিলাম ক্রিয়াবাদী এখন হইছি গঠন ব্যবসায়ী ডন ভিটো কর্লিয়নি(বিখ্যাত অথবা কুখ্যাত মাফিয়া ডন) বাংলাদেশে আসছেন। বাংলার মাফিয়া সমাজের সাথে মত-বিনিময় করে বুঝলেন এদের মাথায় গোবর ছাড়া কিছু নাই। এরা পারে খালি হাতের জোরে, মাথার জোরের বেলায় একেবারে শূন্য। ডন ভিটো কর্লিয়নি যুক্তির মানুষ, তিনি কৌশলে কাজ সারেন। তিনি মনে করেন এক শত অস্ত্রধারীর চাইতে ব্রিফকেস ওয়ালা একজন উকিল বেশি শক্তিশালী।

কিন্তু এই মাথামোটা বাঙ্গালীগুলা সেইটা বোঝেনা। তাই তিনি নতুন কিছু শেখার জন্য বাংলাদেশ ভ্রমনে বের হলেন। কয়েকদিন পর তিনি নিজ দেশে ফিরে গেলেন। দুই পুত্র মাথা গরম সনি আর ঠান্ডা মাথার মাইকেল কে ডাকলেন জ্ঞান দানের জন্য যা তিনি বাংলাদেশ থেকে শিখে গেছেন। বাংলাদেশ থেকে উত্তোলন করা জ্ঞান প্রয়োগ করে কয়েকদিনের মাঝে কর্লিয়নি পরিবার পুরা নিউইয়র্কে পুনরায় নিজেদের স্থান পুন:দখল করল।

কোন জ্ঞানের বটিকা ডন ভিটো কর্লিয়নি বাংলাদেশে আইসা খাইয়া গেছেন? বন্ধু আমারে জিগাইল। পারলাম না। ও আমারে উত্তরটা কইল। কি জানেন? খালি কইতে হবে, ন-তে নতুনইয়র্ক, তুই রাজাকার তুই রাজাকার ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।