আমাদের কথা খুঁজে নিন

   

'খবর' প্রিয় জাতি

বুকের ভেতর বহুদূরের পথ.........
আচ্ছা, আমরা খবর এত ভালবাসি কেন? প্রশ্নটা কেন মাথায় আসলো সেইটা আগে খুইলা বলি। বাসায় আব্বা-আম্মা আছে। তাই হিন্দি বা ইংরেজী চ্যানেল না দেখে বাংলা কোন চ্যানেল দেখার চেষ্টা করি। কিন্তু কোন চ্যানেল দেখবো? যেখানেই যাই সেখানেই খবর। সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত টানা খবর চলে।

৭টা, সাড়ে ৭টা, ৮টা, ৯টা, ১০টা, সাড়ে ১০টা, ১১টা............খবরের পর খবর। ফাঁকেফুকে অনুষ্ঠান যা-ও দেখায় তা বিজ্ঞাপনের ভারে জর্জরিত। একটানা চ্যানেল ঘুরাইলে হয় খবর নাইলে বিজ্ঞাপন ছাড়া আর কিছুর দেখাই পাওয়া যায়না। একটা টিভি চ্যানেলও নাই যেখানে খবরের যন্ত্রণা নাই। এটিএন, চ্যানেল আই, এনটিভি, আর টিভি, ইটিভি থেকে শুরু করে হালের দেশটিভি- কোথায় নাই খবর? খবর একটু কম থাকলে হয়না? দু'একটা চ্যানেলে কি খবর বাদ দেয়া যায়না? গতানুগতিক ধারায় একটু ব্যতিক্রম হইলে কি এমন সমস্যা? আমাগো পাশের দেশে তো এই রকম দেখিনা।

সনি, এমটিভি, জুম টিভি, সাব টিভি, ষ্টার প্লাস- এগুলাতে কি খবর দেখছেন কোনদিন? খবর না থাকাতে কি এগুলা বন্ধ হইয়া গেছে? ভাষা আর ধর্ম ছাড়া ইন্ডিয়ার মানুষের সাথে আমাগো তফাত তো বেশী থাকার কথা না। সবকিছুতেই তো ওগো অনুকরণ করি আমরা, খালি এই জায়গাতে কেন ব্যতিক্রম হইলো? (ব্যতিক্রমের অবশ্য আরেকটা জিনিস আছে- 'টক শো'। ইন্ডিয়াতে আমাগো মত এত 'টক শো' নাই) সামনে আরো ১০টা নয়া চ্যানেল আইতাছে। হেরাও খবরে খবরে (আর টক শো'তে) দেশটারে সয়লাব কইরা দিবো। ...............হালার খবরের গুষ্টি কিলাই
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।