আমাদের কথা খুঁজে নিন

   

আজিকের প্রত্যুষ

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

প্রভাতবিহগ আজি এ কি গান গাইলো! তার আনন্দের কোন্‌ তান আজ এসে বাজলো আমার হৃদয় বীণায়! পৃথিবী তার কোন্‌ রুপ আজ আবার নতুন করে উন্মোচণ করে দিল। মনের বাতায়নে আজ এ কিসের সুখ সমীরণ বইছে! ঠিক তেমন তেমন শব্দ আজ আমি কই পাই যা দিয়ে আমার আজকের প্রভাতের আনন্দের সীমা পরিসীমা নির্ধারণ করতে পারবো। কোথায় সে শব্দ! স্বর্গের যে যে দেবদবীরা আজ আমার হৃদয় আকাশে আনন্দের বার্তা ছড়িয়ে দিল তাদের সবাইকে আমার প্রণতি জানায়। প্রণতি আমার প্রাণেশ্বরের 'পরে। ... সাথে বাংলাদেশের বিজয় আর অর্পিতা দেবীর আনন্দের সংবাদ মিলে হৃদয়ে আজ আনন্দের উৎসব। উফ্‌ কোথায় রাখি এতো খুশী। সিন্দুকে ভরে রাখার কোন উপায় থাকলে আমি তাই করতাম। আরে তাইতো! হৃদি সিন্দুকে পুরে রাখলাম আজিকের এই প্রত্যুষকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।