আমাদের কথা খুঁজে নিন

   

বুঝছি না ডে লাইট সেভিং এর বেপারটা আর !



প্রতিদিন আমাকে সকালে প্রায় ৬টা১৫ তে উঠতে হয়| এতদিন ডে লাইট সেভিং এর কল্যাণকর দিক আর দেখতে পাচ্ছি না। তার এ প্রতিবাদ স্বরূপ একটা ছোট ছড়া লিখলাম - - - সকালে উঠে আমি জানালা দিয়ে দেখি আকাশে চাঁদ মামা দিচ্ছে তখনো যে উঁকি | উঠেছি কি সকালেই নাকি রাত এখনো বাকী ? এমন সময় বুঝতে পারি মা এর ডাকে ছটা বাজে এখন নতুন ঘড়িতে ! উঠেই জ্বালাতে হলো ঘরের বাতিগুলো জ্বলতে হয় তাদের ঘন্টা দুয়েক আরো| এভাবে করে কী হবে কোন সাশ্রয় ? বুঝছি না কেন যে ডে লাইট সেভিং পাচ্ছে এতো প্রশ্রয় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।