আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার কেন হলো না?



যখন কাজ শুরু হয়েছিল সে হিসেবে এখন কাজ অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ইয়াজ উদ্দীন, ফকর উদ্দীন আর মঈন উদ্দীনের সরকার দুর্নীতি দমনের নামে যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণও বন্ধ করে দেয়। বর্তমান সরকার ক্ষমতায় এসে আবার এই প্রজেক্ট শুরু করার ঘোষণা দিলেও এখনও গতি আসে নি। এর মধ্যে শুনেছিলাম ঠিকাদার মামলা করেছে। অর্থাৎ মামলার গ্যারাকলে আটকা পড়লে এই প্রকল্প আল আলোর মুখ দেখবে কীনা সন্দেহ। যারা চট্টগ্রাম বরিশাল খুলনা যান যাত্রাবাড়ী হয়ে তারা বুঝতে পারেন যে ওই ফ্লাইওভার কত জরুরী দরকার। আশা করবো বর্তমান সরকার পদ্মা সেতু নির্মাণ এর ব্যাপারে যতখানি সিরিয়াস একই সাথে যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণেও সিরিয়াস হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।