আমাদের কথা খুঁজে নিন

   

কাঠ-কয়লার ঘ্রাণ

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

স্তূপীকৃত গুচ্ছ গুচ্ছ চোখ, হাতের উপর হাত নিস্তব্ধ রাস্তার সাথে কথা বলতে বলতে পাশঘেষে চলে যাওয়া হাওয়া, সারাক্ষণ পিছন পিছন ঘোরে। তাঁর দিকে সহজ ভাবে তাকাতে পারি না, আলো মুছে কাছে ভেড়ে শূন্যতা, অগাধ প্রশ্রয়ে ভরে ওঠে পাতার প্রচ্ছদ। গোপনীয় শব্দের মেঘগুলো অধিকার চায়, দেহ খুঁড়ে দেখি তোমারই আঙুল ছুঁয়ে আছে সেই পাতারই মর্মর। আটতে চাই সুরলগ্ন পাতাদের প্রাণ, মুছে যাওয়া দিনের শেষে দূর থেকে তোমাকে দেখে ঠেলে দিই নিজেকে কাঠ-কয়লার ঘ্রাণে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।