আমাদের কথা খুঁজে নিন

   

আত্মকথন-৯ (স্বপ্নভঙ্গ)

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

-স্বপ্নভঙ্গ ব্যাপারটা কি তুমি বোঝ? -হুমমম, খুব কষ্টের একটা অনুভূতি। প্রিয় কোন মানুষকে ঘিরে দেখা কোন স্বপ্ন, ভবিষ্যতে প্রিয় কিছু পাওয়া বা ঘটার স্বপ্ন যখন প্রবল কোন ঝড়ে মুখ থুবড়ে পড়ে যায়, তখনই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়। -তোমার কি কখনো এমন হয়েছে? -হুমমম, হয়েছে কয়েকবার। -যাদের কারণে তোমার স্বপ্নভঙ্গ হয়েছে, তোমার কি ইচ্ছে করেনা তাদের ওপর প্রতিশোধ নিতে? -নাহ্ , প্রতিশোধ নিয়ে কি লাভ? প্রতিশোধ নিলে তো আর আমার ভেঙ্গে যাওয়া স্বপ্নটা ফিরে পাব না।

-তা ঠিক, কিন্তু তারপরও কি তোমার রাগ হয়না? প্রচন্ড আক্রোশে ফেটে পড়ো না যখন কোন মানুষের কারণে তোমার স্বপ্নভঙ্গ হয়? -মাঝে মাঝে রাগ হয়, আবার মাঝে মাঝে প্রচন্ড হতাশায় মুষড়ে পড়ি। যখন বুঝি যে আমি ঐ মানুষটার কাছে পরাজিত হয়েছি স্বপ্নভঙ্গের কারণে, তখন নিজেকে খুব ছোট মনে হয়, নিজের অক্ষমতা উপলব্ধি করে মাটির সাথে মিশিয়ে ফেলতে ইচ্ছে করে নিজেকে। আবার যখন বুঝতে পারি যে আমার স্বপ্নভঙ্গের পেছনে আমার কোন দোষ ছিলনা, সব অপরপক্ষের কারণেই হয়েছে, তখন খুবই রাগ হয়। -এই যে স্বপ্নভঙ্গের ব্যাথা, বেদনা এসব অনুভূতিকে কি কখনো তোমার অনর্থক আবেগীয় অনুভূতি বলে মনে হয়? -ব্যাপারটাকে অনর্থক আবেগ বিশেষণ দিলে ভুল হবে। কারণ স্বপ্নভঙ্গের বেদনায় যে পোড়ে, একমাত্র সে-ই বুঝতে পারে যন্ত্রণাটা কোন পর্যায়ের, অন্য কেউ সে যতই কাছের মানুষ হোক না কেন, ঐ কষ্টটা কিন্তু বুঝবেনা, তাই তারা একে অনর্থক আবেগ, শিশুতোষ আবেগ এসব বিশেষণ দিয়ে বিশেষায়িত করে।

আত্মকথন-৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।