আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন ডেভিড শেফার্ড



পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন সাবেক আম্পায়ার ডেভিড শেফার্ড। আজ বুধবার ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৮। তিনটি বিশ্বকাপ ফাইনালসহ তিনি ১৭২ ওয়ানডে এবং ৯২ টেস্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আম্পায়ার হিসেবে শেফার্ড প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন ১৯৮১ সালে। এরপর ১৯৮৩ এর বিশ্বকাপে আন্তজার্তিক ম্যাচে আম্পায়ার হিসেবে অভিষিক্ত হয়ে ক্রিকেটকে বিদায় জানান ২০০৫ সালের জুনে। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যেকার টেস্টে সর্বশেষ আম্পায়ার হিসেবে দাড়িয়েছিলেন শেফার্ড। গ্লুস্টারশায়ারের সাবেক এই ব্যাটসম্যান ১৪ বছরের খেলোয়াড়ি জীবনে ২৮২টি ফাস্ট ক্লাস ম্যাচ খেলেছেন। সেঞ্চুরি করেছেন ১২টি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।