আমাদের কথা খুঁজে নিন

   

টোনা-টুনি

ছেলে ভাল ..

টোনা বলে তুমি মোর আকাশের সব তারা টুনি বলে জানো আজ ভাত খেয়েছি ডাল ছাড়া টোনা বলে শোনো-শোনো তুমি আর কারও নও টুনি বলে অংক নোটটা ফটোকপি করে দাও টোনা বলে ওরে আমার ডানা বিহীন পরী টুনি বলে কি যে বল হাসতে হাসতে মরি টোনা বলে আমরা হলাম জীবন-মরণ সাথী টুনি বলে মজা করে আজ আচার খেলাম এক বাটি টোনা বলে তুমি হাসো না তো এত, মরে যাবো আমি সুখে টুনি বলে জানো জানো আমার ব্রন উঠেছে মুখে টোনা বলে টুনি চোখে চোখ রাখো , হারাবো সেথায় আমি টুনি বলে পাম মারতেছো ভাল ভাবেই জানি টোনা বলে ঐ ছেলেটার সাতে কিসের কথা এত ? টুনি বলে হায়, কথাই বলেছি, আমাকে খারাপ চোখে দেখো !? টোনা বলে হায় ,বুক জ্বলে যায় , নিভিবে কিসে আগুন ? টুনি বলে আজ ওষুধ খাওনিতো , অম্ল জ্বলছে দ্বিগুণ । টোনা বলে আমি হাসিতে না পারি , থাকিতে না পারি কোথা টুনি বলে আজ কথা বলিব না , মাথা করিতেছে ব্যথা টোনা বলে তুমি নদীও নও , যেন শক্ত পাথর টুনি মনে মনে জানো নাকো কেন হয়েছি আজ পাথর টোনা বলে ঐ চেয়ার টেবিল , তোমার মন টাও একি জড় টুনি মনে মনে ফুপিয়া ওঠে, মনে যে বালি ভরভর টোনা বলে চাঁদ, তারা, পরী সব কিছুই কি মিছে ? টুনি বলে ফেলে তোমারি মতন এক ছেলে মোর সব যে ছিনিয়ে নিছে টোনা বলে কি কি ? তাই নাকি ! একটু বলো দেখি ? টুনি বলে তুমি প্রভাকে চেনো ? সে-আমি একই দুঃখি টোনা মনে মনে কি বলিবে হায় , পায় না খুজিয়া ধ্বনি টুনি বলে বাদ দাও সব , জ্বলে পুড়ে আমি কয়লা খনি টোনা বলে ভেবনাকো পরী , নও তুমি একাকিণী টুনি বলে ওগো তুমি আছো তাই স্বপ্নের জাল বুনি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।