আমাদের কথা খুঁজে নিন

   

যত দোষ.....নন্দঘোষ!!!

পাখি উড়ে যায় রেখে যায় ছায়া, মানুষ মরে যায় রেখে যায় মায়া।

আমরা এমন এক ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি যেখানে অন্যায়কে ন্যায় এবং ন্যায়কে অন্যায় বলে জানি। কারণ সোনার ছেলেরা (ছাত্রলীগ গুন্ডারা) খুন, ধর্ষণ, চাদাবাজি, লুটরাজ এবং সকল অপকর্মকে ন্যায় বলে অভিহিত করা হয়। আর অন্যান্য সাধারণ বা অন্য সৎ এবং দেশপ্রেমিক ছাত্র সংগঠনের কর্মীদের ভাল কাজ-কর্ম তাদের সহ্য হয় না। তাদের চোখে সেটা মহা অন্যায়।

আর বিরোধী দলের কর্মী মানেই দোষী। এটাই তাদের বিচার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নাসকতামূলক কান্ড ঘটায় সেখানে ছাত্রশিবিরের নেতা কর্মীদের উপর নৃশংসভাবে চড়াও হয়ে তাদের অনেককে আহত/নিহত করে। অথচ পুলিশ সেই শিবির নেতা-কর্মীদেরকেই গ্রেপতার করেছে। শুধু তাই নয় চট্টগ্রাম হাজী মুহম্মদ মহসিন কলেজের ছাত্র/ছাত্রীদের প্রাণ প্রিয় ছাত্র নেতাকে পর্যন্ত তারা গ্রেপতার করেছে।

এটাই কি বিচার.....! এটাই কি আইন......! আশা করি সচেতন মহল একটু চারদিক দেখে বিবেক খাটিয়ে বলবেন কোনটা অন্যায় আর কোনটা ন্যায়। সারাদেশে কলেজ-ভার্সিটিতে কারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং ছাত্রীদের লাঙ্ছিত করচে.........???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।