আমাদের কথা খুঁজে নিন

   

আত্মকথন-৮ (গান)

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

-আচ্ছা, তুমি গান ভালবাসো? -অবশ্যই, গানই তো আমার সব। গান হচ্ছে আমার সবচেয়ে আপন বন্ধু। একবার খুব কাছের একজন মানুষের কাছ থেকে প্রচন্ড আঘাত পেয়েছিলাম, তখন আমার আশেপাশে কেউ ছিলনা দুঃখগুলো শেয়ার করার মত। তখন শুধু রাতদিন গান শুনতাম।

এমনিতেই সবসময় গান আমার প্রিয় সঙ্গী, তবে ঐ ঘটনার পর থেকে ব্যাপারটা আমার জীবনে আরো ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। অধিকাংশ সময়ই গুণগুণ করে কোন না কোন গান গাই আপনমনে। মাঝে মাঝে এমন হয় যে ঘুম থেকে উঠেই মাথার ভেতর কোন গানের কলি ঘুরতে থাকে, তখন কম্পিউটার অন করে ঐ গান না শোনা পর্যন্ত শান্তি পাইনা। -হুমম, তাহলে তো তুমি গানের পোকা। -তা তো বটেই।

শুধু গানের পোকা বললে ভুল হবে, গান আমার সবচেয়ে কাছের বন্ধু। যতক্ষণ কম্পিউটারে কাজ করি, কোন না কোন গান বাজতে থাকে, ঘুমাতে গেলেও মোবাইলে গান ছেড়ে দিয়ে ঘুমাই। -কোন ধরণের গান বেশী পছন্দ কর? -প্রায় সব ধরণের গানই শোনা হয়। তবে সবচেয়ে বেশী শুনি স্লো, মেলোডিয়াস গানগুলো। বাংলা গান সবচেয়ে বেশী শুনি, এছাড়া হিন্দী, ইংরেজী গানও মোটামুটি শোনা হয়।

-আচ্ছা তোমার কি মনে হয়না আজকাল হিন্দী গানের ভীড়ে আমাদের বাংলা গানগুলো হারিয়ে যাচ্ছে? -আসলে ব্যাপারটা আপেক্ষিক। কে কিভাবে গান শুনবে তা তার নিজস্ব ব্যাপার। তবে আমার মতে নিজের দেশের গানকে সবসময় প্রাধান্য দেয়া উচিৎ। হিন্দী বা ইংরেজী গান শুনতে আমি কাউকে বারণ করছিনা, তবে বাংলা তো আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি। তাই আমাদের দেশের সংস্কৃতিকে ধারণ করে, এমন গান আমাদের বেশী বেশী শোনা উচিৎ।

-আজকাল তো বাংলা গানের ভেতরেও অনেক ধুম-ধাড়াক্কা, রিমিক্স গানের ছড়াছড়ি, যেসব গান আমাদের দেশের সংস্কৃতির কাছাকাছি তো নয়ই, বরং এসব গান আমাদের দেশের ঐতিহ্যকে বরং কলুষিত করছে। -ঠিকই বলেছ, আজকাল অনেক নতুন নতুন শিল্পী আসছে, যারা আমাদের দেশীয় সংস্কৃতির তোয়াক্কা না করে পুরোনো গানগুলের রিমিক্সের নামে এমনসব গান তৈরী করছে, যেগুলো শুনলে হয়তো পুরোনো দিনের শিল্পীরা হার্টফেল করে মারা যেতেন। - এ ব্যাপারে তো কিছু উদ্যেগ নেয়া উচিৎ, যেন আমাদের নিজস্ব সংস্কৃতির গানগুলো হারিয়ে না যায়, তাই না? - ঠিক তাই, তবে এক্ষেত্রে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারী পর্যায় থেকে শুরু করে, শিল্পী, গানের সাথে সংশ্লিষ্ট কলাকুশলী সবাই এবং সর্বোপরি আমাদের মত সাধারণ শ্রোতা সবাইকেই নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখতে হবে যেন আমাদের ঐতিহ্যবাহী গানগুলো রক্ষা পায়। -কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তেমন তো কোন লক্ষণ দেখা যাচ্ছেনা।

-ঠিকই বলেছ, আমাদের দেশে কত নামী-দামী শিল্পী ছিলেন অতীতে, এখনও অনেকে আছেন। তাঁদের গাওয়া বহু জনপ্রিয় গান এখনও লোকের মুখে মুখে ফেরে। তারপরও বাংলা গানের বর্তমান করুণ দশা দেখলে অত্যন্ত দুঃখ হয়। আত্মকথন-৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।