আমাদের কথা খুঁজে নিন

   

যদি বিবর্তন(আপনারা যে রূপ বলেন) সত্য হয়, তাহলে অন্যায় শ্রেষ্ট । (নাস্তিকদের মতামত ও জানতে চাই)

I have recognized God from the breaking of my plans ( Hazrat Ali [R.A] )

(লেখাটি সাইন্টিফিক না ফিলসফিকাল) যদি বিবর্তন বাদ সত্য হয় তাহলে বংশবাদ ও সত্য, তার মানে আমি ব্রাম্মন আমি শ্রেষ্ঠ, নম শুদ্র গুলা হইতেছে নিকৃষ্ট, তাহলে ব্রাম্মনের দোষ কোথায় ? যদি বিবর্তন বাদ সত্য হয় তাহলে বর্ণবাদ সত্য , আমি সাদা আমি শ্রেষ্ঠ , আমি চির ও অহংকারী , আমার মত আর কেঊ নেই । কালারা মুর্খ , গোয়ার, নিকৃষ্ট। যদি বিবর্তন বাদ সত্য হয় তাহলে ন্যশনালিজম সত্য , তার মানে আমি জার্মান আমি শ্রেষ্ঠ , বেচে থাকার আধিকার শুধু আমার । আমার মত শ্রেষ্ঠ কেঊ উৎপত্তি হয় নাই। কিন্তু ইংলিশ বলবে না, জার্মান আমি, আমার ঊপরে কেঊ নাই , জাপানী বলবে না আমি আমার উপরে কেউ নাই ।

আমেরিকান বলবে দূর হও, তোমরা সকলে আমার থেকে নিকৃষ্ঠ । রাশিয়ান বলবে , আমেরিকান দের বিবর্তন ঠিক মত হয় নাই, আসলে আমিঈ রাজা । চিন বলবে না আমি । এই রাজা বাৎসা দের খেলায় গরীব দুঃখী পিষে মরবে । যদি বিবর্তন বাদ সত্য হয় তাহলে জবর দখলবাদ সত্য , টিকে থাকার অধিকার শুধু তার ই , যে যোগ্য , ন্যচারাল সিলেক শনে যোগ্য রাই ঠিকে থাকে ।

অতএব, দূর্বল রা মর ও , তোমার এ জমির উপর কোন অধিকার নাই , ন্যচার দেয় নাই । যদি বিবর্তন বাদ সত্য হয় তাহলে খুনখারাপী সত্য, যোগ্যরা ই বেচে থেকার অধিকার আছে । যদি বিবর্তন বাদ সত্য হয় তাহলে মানবতা বাদ, মিথ্যা ; সাম্যবাদ মিথ্যা । কারন , আমি শ্রেষ্ঠ আমি তোমারে মানি না । যদি বিবর্তন বাদ সত্য হয় তাহলে নৈরাজ্যবাদ সত্য , ধর্ষন সত্য ।

হিটলার, চেংগিশ নিরাপরাদ । তাই, আসুন আমরা বলি সৃষ্টিকর্তা যাকে খুশি সিলেক্ট করেছেন , যাহা ভাল মনে করেছেন তাই করেছেন , সবমানুষ সমান । বিবর্তন সত্য হতে পারে, তবে ন্যচারাল সিলেকশন সত্য নয় , বলতে হবে সৃষ্টি কর্তার সিলেকশন আর বিবর্তন হল আল্লাহ সুবাহানাতালা প্রানী জগৎ কিভাবে সৃষ্টি করেছেন তার পক্রিয়া । আদম হাওয়া সত্য, জানতে হলে আমার এই লেখাটা পড়ুন , বিবর্তন বিষয়ক আমার কিছু প্রশ্ন । (সারচ ফর আদম এন্ড ইভ) (এই লেখা অবশ্য সাইন্টেফিক) বিবর্তন বিষয়ক আরো কিছু ভিন্ন মতামত জাতে হলে পরুন ঃ বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে আলোচনা-সমালোচনা ৩ এস এম রায়হান বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে আলোচনা-সমালোচনা – ২ এস এম রায়হান বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে আলোচনা-সমালোচনা – ১ এস এম রায়হান বিবর্তন বিষয়ক লেখা ঃ বিবর্তনবাদের সরল ব্যাখ্যা বিবর্তনবাদী এই বিষয়ে আরও কার লেখা থাকলে দেন ।

লিংক যোগ করি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।