আমাদের কথা খুঁজে নিন

   

আত্মকথন-৭ (গ্রাম বনাম শহুরে যান্ত্রিকতা)

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

-তুমি কি কখনো গ্রামে গিয়েছ? -হ্যাঁ, ছোটবেলায় যেতাম। এখন আর তেমন যাওয়া হয়না। -কেন, যাওয়া হয়না কেন? - এখন পুরো জীবনটাই তো শহরকেন্দ্রিক। শহুরে জীবনের হাজারো ব্যস্ততার ভীড় সামলে গ্রামে যাওয়ার সময় হয়ে ওঠেনা।

ছোটবেলায় প্রায়ই যাওয়া হত ঈদের সময়টাতে। এখন আর ঈদের সময়েও যাওয়া হয়না। গ্রামে আগে যেমন জমজমাট থাকত, এখন আর তেমনটা নেই। আত্মীয়রা যারা অন্ততঃ ঈদের সময়টায় গ্রামে থাকত, এখন তারাও নেই, শহরেই তাদের ঈদ কাটে। -গ্রামের পরিবেশটাকে মিস করনা? - এখন তেমনভাবে গ্রামের কথা মনে পড়েনা, খুব একটা আসা-যাওয়া নেই তো তাই।

তারপরও যতটুকু গিয়েছি, তাতে করে মনে হয় গ্রামের স্নিগ্ধ-শ্যামল পরিবেশটা অনেক মধুর। শহরের যানজট, ধুলো-ময়লা, যান্ত্রিকতা এসবে প্রায় সময়ই হাঁপিয়ে উঠি। তখন মনে হয় গ্রামের পরিবেশের কথা, ইচ্ছে করে এই শহরের এই কৃত্রিমতা ছেড়ে গ্রামের স্নিগ্ধ হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নিতে। -এতই যখন গ্রামের পরিবেশ মিস কর, তাহলে গেলেই তো পার ছুটিতে। - আসলে শহরের যান্ত্রিকতার প্রবাহে নিজেই অনেকটা যান্ত্রিক হয়ে গেছি।

ছুটিতে চাইলে যেতে পারি, কিন্তু মনে হয় কি লাভ গিয়ে, শহরে থেকে যে এত সুযোগ সুবিধা পাই, সেটা তো আর গ্রামে পাব না। -তারপরও গ্রামের নির্মল পরিবেশটার ছোঁয়া পেতেও মাঝে মাঝে যাওয়া উচিৎ। - তা তো অবশ্যই উচিৎ, কিন্তু যাওয়া হয়ে ওঠেনা, প্রধান কারণটা হয়তো অলসতা। আত্মকথন-৬


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।