আমাদের কথা খুঁজে নিন

   

তসলিমা নাসরিনের দেশে ফেরা বিষয়ক লীনা দিলরুবার লেখা।

ঢাকায় থাকি, কেন যে থাকি জানিনা। হয়তো জীবিকার তাগিদে অথবা নাগরিক জীবনের সব সুবিধার মোহে! হয়তো বা আরো ভালো জীবনের জন্যে। প্রতিদিনের যানজট, লোডশেডিং, দুষিত বায়ু সেবন -এইসব সয়েও যখন টিকে আছি তখন বুঝতে হবে কোন একটা অজানা আকর্ষন অবশ্যই আছে। তবে কি সেই আক

অত্যন্ত প্রত্যাশিত একটা লেখা। আমি যেহেতু এই ব্লগে নতুন, আমার লেখা প্রথম পাতায় প্রকাশিত হ্য়না সেহেতু আমার এই লেখাটা হ্য়তো অনেকেরই চোখে পড়বেনা- তবুও লিখছি কারন লীনা দিলরুবার লেখাটাকে আমি সমর্থন করি মনেপ্রানে।

তিনি যেভাবে তার লেখার জবাবে যুক্তি উপস্হাপন করেছেন তা ভালো লেগেছে। আরো ভালো লেগেছে সত্য বলার সাহস। যুক্তিহীন জবাবগুলোকেও সুন্দর ম্যানেজ করেছেন এবং যেগুলো শ্লীলতার সীমা ছাড়িয়ে গিয়েছে অবলীলায় উপেক্ষা করেছেন। সাবাস! আমি সমর্থন করি তার বক্তব্য। তসলিমা নাসরিনের দেশে থাকার অধিকার রয়েছে শতভাগ।

তার বক্তব্য যদি ভুল হয় তবে যুক্তি দিয়ে তা খন্ডন করা হোক কোন সহিংস পন্থায় নয়। অবশ্য যুক্তি দিয়ে তার মতামত খন্ডন করার মতো যোগ্যতা আমাদের দেশের মাওলানাদের আছে কিনা সেই বিষয়ে আমার যথেষ্ঠ সন্দেহ রয়ে গ্যাছে! কারন যুক্তি-বুদ্ধি-জ্ঞান যার সত্যিই আছে সে তাই প্রয়োগ করে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করবে আর যার মধ্যে ঐ তিনটি গুন অনুপস্হিত সে বলপ্রয়োগ করে নিজের মত প্রতিষ্ঠিত করতে চাইবে। তসলিমা নাসরিন দ্বিতীয় পক্ষের প্রতিপক্ষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।