আমাদের কথা খুঁজে নিন

   

দেশের দীর্ঘতম নদী সুরমা এবং তার উৎস বরাক নদী..........একটি ছবি ব্লগ..

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............
উইকিপিডিয়ার তথ্যানুযায়ী বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা......... বরাক নদী হতে উৎপত্তি হয়ে সুরমা নদী এদেশে ঢুকে মোট ৬৬৯ কিলোমিটার ভ্রমন করেছে............ এই যাত্রাপথে সুরমা ভৈরবের কাছে কালীপুরে মেঘনার সাথে মিশে যায়........... তারপর মেঘনা চাঁদপুরের কাছে মিশে পদ্মার সাথে..........এগুলো সবারই জানা............. মূল উৎপত্তিস্হল হচ্ছে ভারতের মনিপুর পাহাড়ে............এর পূর্ব নাম ছিল বড়-বকরো নদী.............. বরাক ও উৎপত্তিস্হল তারপর এটি মনিপুর রাজ্য হয়ে মিজোরামে প্রবেশ করে........তারপর আসামে ঢুকে.................. শিলচর শহরের ভিতর দিয়ে বরাক প্রবাহিত হয়ে..........বাংলাদেশে ঢুকার আগে তা দুই ভাগে বিভক্ত হয়...............সুরমা এবং কুশিয়ারা....... শিলচরে বরাক বরাক নদীর অনেকগুলা শাখা আছে............তারমধ্যে একটি হচ্ছে জিরি নদী..............হাকালুকি হাওড় যে নদীর পানি হতে টিকে আছে..........আমি এই তথ্য সম্পর্কে কিছুটা সন্দিহান...........কারন আগে জানতাম জিরি নদীর উৎসমুখ ত্রিপুরায় অবস্হিত............. কীন ব্রীজ শাহজালাল ব্রীজ আমাদের ছোট্ট ও শান্ত নদী রাতের সুরমা তীর নতুন আঙ্গিকে সুরমা তীর সুরমার বৃহৎ রূপ সীমান্তের কাছে সুরমা কীন ব্রীজের উপর থেকে আবারো কীন সাহেবের ব্রীজ...... এখানে দিগন্ত রূপ মেলেছে গুগল ম্যাপে সুরমা
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.