আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াবা কেন বিপজ্জনক?

ইয়াবা ভয়াবহ এক মাদক। এর প্রভাবে মানুষ এত হিংস্র হয়ে ওঠে যে, সে অনায়াসে মানুষ খুনও করতে পারে। আমরা ভাবছি, ইয়াবার আগ্রাসন থেকে কীভাবে তরুণদের রক্ষা করা যায়, কীভাবে তাঁদের মাদক থেকে দূরে রাখা যায়। ইয়াবা হলো মেথাফেটামাইন ও ক্যাফেইনের মিশ্রণ। মাদকটি একাধারে মস্তিষ্ক ও হূদ্যন্ত্র আক্রমণ করে।

ইয়াবা কেন এমন ভয়াবহ, এ বিষয়ে জানতে চাইলে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল জানান, এই মাদক সেবন করলে মস্তিষ্কে একধরনের উদ্দীপনা সৃষ্টি হয়, কিন্তু তা স্থায়ী হয় না। এরপর আসে মানসিক অবসাদ। ঘুম হয় না। আচরণে ও চিন্তায় বৈকল্য দেখা দেয়। ন্যায়-অন্যায়বোধ লোপ পায়।

মানুষ অপরাধপ্রবণ হয়ে ওঠে। তবে কেউ ইয়াবায় আসক্ত হয়ে পড়লেও এ সর্বনাশা পথ থেকে সরে আসা সম্ভব। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ২১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.