আমাদের কথা খুঁজে নিন

   

..::টিনটিন - ছোটবেলার অসম্ভব ভালোলাগার এক কমিক চরিত্র ::..

মৌনতার দীর্ঘশ্বাস...
আমার মনে হয় যারা বই-টই পড়েন তাদের মাঝে খুব কমই আছেন যারা টিনটিন কে চেনেন না। 'টিনটিন' নামটা মনে পড়লেই চোখের সামনে ভেসে উঠে সোনালী চুল, গোলগাল মুখের এক তরুনের ছবি, সংগে সাদা রঙের একটা ছোট্ট কুকুর যার নাম কুট্টুস (বাংলা) বা স্নোয়ী (ইংরেজী)। এই কমিকের কাহিনী, বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার, বিভিন্ন রকমের চরিত্র, টিনটিনের বুদ্ধি, সাহস আর সর্বোপরি এই কমিকের অংকন গুলো এক কথায় অসাধারন। আমার এবং অনেকের ছোটবেলার মীনা কার্টুনের পাশাপাশি পছন্দের কমিক চরিত্র টিনটিন। অনেক পছন্দ করতাম এই টিনটিন নামের টিঙটিঙে সাহসী সাংবাদিকের অ্যাডভেঞ্চার গুলো।

হার্জ এর আঁকা টিনটিন কমিকের বইগুলোও ছিল খুব সুন্দর। সম্পূর্ন রঙিন ঝকঝকে পৃষ্ঠা গুলো। কলকাতার 'আনন্দ প্রকাশনী' থেকে বাংলা অনুবাদের টিনটিন কমিক বই বাংলাদেশেও পাওয়া যেত। সেগুলো আসল ইংরেজী বইয়ের প্রিন্টের মতই ছিল। শুধু ভাষাটা বাংলা।

টিনটিন পড়তে পড়তে নিজেকে হারিয়ে ফেলতাম ফ্যান্টাসীর জগতে। নিজেকে টিনটিন মনে করে কুট্টুস আর ক্যাপ্টেন হ্যাডক কে সাথে নিয়ে বেড়িয়ে পড়তাম নিত্য নতুন অ্যাডভেঞ্চারে। মাঝেমাঝে সাথে থাকতো প্রফেসর ক্যালকুলাস,খেয়ালী জিনিয়াস বিজ্ঞানী, কানে একটু কম শোনেন। এই কমিক পড়তে পড়তে কল্পনার জগৎ অনেক প্রসারিত হয়েছিল। অনেক নতুন জায়গার নাম এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারতাম।

মনে হত চোখের সামনে ই দেখছি। আহ কি দারুন ছিল ফ্যান্টাসীগুলি !!! কত্ত মজার কাহিনী যে ঘটতো... অনেক ছোটবেলায় আমার নতুন মামী প্রথম একট গ্যালারী থেকে আমাকে একটা টিনটিন কমিক কিনে গিফট করেন। ঐ কমিক টার নাম ছিল "চাঁদে টিনটিন"। তখন আমার পড়া কমিকের মাঝে ছিল 'চাচা চৌধুরি' , 'বিল্লু' , 'পিঙ্কী' , 'মীনা'- এগুলা। এমনিতেই আমি কমিকের ভক্ত ছিলাম, তার উপর আবার নতুন এবং অন্য ধরনের, সুন্দর আর ঝকঝকে কমিক বই (তখন অন্য কমিকের মান খুবই খারাপ ছিল)! ওইদিন রাতেই শেষ করে ফেললাম কমিকটা, অনেক রাত পর্যন্ত জেগে।

অন্য কোন দিকে খেয়াল ছিলনা। আমার কমিক পড়ার ধুম দেখে মামী তার পরের দিন আরও একটা কমিক নিয়ে এসেছিলেন। উফ্... পরের কয়েকদিন মাথার ভেতর কেবল টিনটিন, কুট্টুস, ক্যাপ্টেন হ্যাডক, প্রফেসর ক্যালকুলাস, জনসন, রনসন দুই জমজ.... তারপর শুরু করলাম গরুখোঁজা, কোথায় টিনটিন আছে। বলাবাহুল্য আমাদের গ্রামে সস্তা ধরনের কমিক চলতো কিন্তু টিনটিনের নাম তারা জীবনেও শোনেনাই। কি আর করা, ঢাকায় যারা থাকতো তাদের কাছে রীতিমত অনুনয় বিনয় করতাম একটা টিনটিন কমিক এনে দিতে।

কেউ আনতোনা, কারণ ওই কমিকগুলার দাম ছিল প্রায় ১৮০ টাকা। পরবর্তীতে পাড়ার এক বইয়ের দোকানের মালিক কে টিনটিন আনার জন্য রাজী করাতে পারলাম। দাম বেশি বলে সে প্রতি মাসে (প্রায়, মাঝে মাঝে মিসও হত) একটা করে আনতো দাম রাখতো ২০০ টাকা। আমি তাতেই রাজী। আম্মুকে পটিয়ে পটিযৈ টাকাও ম্যানেজ করে নিতাম।

ক্লাস নাইন পর্যন্ত আমার কালকশনে প্রায় ১৪ টা কমিক ছিল, অনেকেই ধার নিয়ে ফেরত দিতনা। নইলে আরও কিছু থাকতো। এতো কিছু বলছি কারন, আজ পুরোন কিছু বই ঘাটতে গিয়ে অনেক নিচ থেকে টিনটিনের আমার প্রথম পড়া কমিক টা ( চাঁদে টিনটিন) পেয়ে গেলাম। আর অনেক কিছু মনে পড়ে গেল। আমার ই-বুক কালেকশন ঘেটে বের করে ফেললাম এটারই পিডিএফ ভার্শন।

আপলোড করে শেয়ার করে দিলাম। আরও কয়েকপা আছে। কিন্তু অনেক বড়, আপলোড হতে সময় লাগে। ভবিষ্যতে দেব। কমিক বইটি ডাউনলোন করতে চাঁদে টিনটিন- টিনটিন ১৫ ****************************************** টিনটিনের আরও কিছু কালেকশন পাবেন এখানে ............................................................... ছবি : ইন্টারনেট
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.