আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রি……ফ্রি……ফ্রি……ইইইইই…… জিপি-জুপি লায়ন-লুয়ন কিচ্ছু লাগবো না…তয় নেট ফ্রি……

ইশ!!!!!!! বাঙালী...... ফ্রি লিখা দেইক্ষাই ফাল দিয়া উঠলেন? ভাইয়েরা হেড লাইন্ডা দেইক্ষাই মাথা খাউজান শুরু কইরা স্যাশ-ম্যাশ ক্লিকটা মাইরাই দিলেন যে কাহিনীডা কি......তাইনা? !!! কি...... ভুল কইছি?? কাহিনীডা এহন সেনা বুঝবেন......তো শুরু কইল্লাম...ট্যাটট...... ট্টট্টট্টট্যা......এ এ এ......... ভবিষ্যতে হয়তো এই হেড লাইনের মতো টিউন দেখতে পারি তাই এই লিখটা লিখলাম। কত্তো দ্যাখলাম " ডুব দিলো আর উঠলো না" ভাইরা একটু ঘাইট্টা দ্যাহি যে ফি...রি... জিনিশটা কোন হানে আমাগো আসলে ফি...রি......য়া দ্যায়????? #পিসিতে জিপি ফ্রি ইন্টারনেট ফুল স্পীডে আনলিমিটেড ব্রাউজিং & ডাউনলোডিং# #জিপি বাদ দিয়ে এয়ারটেলে ফ্রি নেট চালান । সাথে থাকছে আনলিমিটেড ডাউনলোড ব্রাউজিং # #পিসিতে ফ্রি নেট চালান । ব্রাউজিং + ডাউনলোড তাও আবার Opera mini দিয়ে ।Without disconnect# #ফ্রি ভিপিএন দিয়ে আজীবন ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন আনলিমিটেড# এই টাইপ টিউন গুলাতো পড়তে পড়তে সবাই নিশ্চিত এতোদিনে অতিস্ট হইয়া গ্যাছেন......... আসলে এই টিউন গুলা এমনে সরাসরি লিখলেও পারতো যে...... * আহেন ভাই " ফ্রি তে নেট ইউজ " হিগায়া দিমু খালি বিনিময়ে মাথায় রক্ত উইঠঠা যাওয়ার লাহান মিজাজ আর লগে কয়ডা "তাল গাছ ডা আমার/যার যার" কইররা হালানের মতো ফাচুকি কয়ডা কমান্টস দিবেন ......... এইত্তো হইয়া গ্যালো আরেক দফা গ্যাজাইনার টিউন ...... ব্যাস...... = লন বস = লইলেনো বাশ......... আমার যা অবস্থা হইলো কি কমু......""শর্ট-কার্ট বাংলায় আমি কাশেম হইয়া গেছি"" ফি.........রি...... ইন্টারনেট...... পিসিতে হইলো মাগার দম আটকাইন্না স্পীড...... তিন/চার দিন এই স্পীডেই যদি কাম করতে থাকি ১০০% নিশ্চিত কোমায় চইল্লা যামু । ## সব ঠিক-ঠাক হয় আবার সব গোলমাল ও হয়... যেমন ধরেন... ১> কানেক্ট হয় ব্রাউজিং হয় না... ২> ব্রাউজিং হয় তো দেখা যায় অছাম না কাছিম স্পিড... ৩> হঠাত হঠাত ব্রাউজিং ভালো হইলেও ডাউনলোডের কথাতো ভাবাই যায়না...... ৪> কুইত্তা-মুইত্তা ডাউনলোড হইলেও ডাউনলোডের স্পিড দেইক্ষা কম্পিউটার-ই চিক্কার পারা শুরু করে কষ্টে যে, পিসি ডা ক্যামন আর পিসির ডাউনলোড স্পিডটাই বা ক্যামন... তার মাইনে পিসির মালিক ভোকচোঃ ... ৫> আবার ব্রাউজিং এ দ্যাহা যায় যে......... লোডিং তো লোডিং তো লোডিং...... মানে পুরা চিটাগাং পোর্ট এর মাল খালাস করতে নামছে ভাইয়ে......... আরো কত্তো কি........................ *** টিউনার *** টিউনার *** টিউনার *** টিউনার *** টিউনার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে, ফ্রি তে নেট ইউজের যে টিউন ই দ্যান না কেনো আগে নিজেরা অন্তত এইটা নিশ্চিত হইয়া টিউন করবেন যে, ১> ডাউনলোড স্পিড কি 32/64 কিলোবাইট পার সেকেন্ডে হয় তো! ২> ফ্রি ইউজ করমু বইল্লাই যে ব্রাউজিং এ মাক্ষি মার্কা স্পিড সহ্য করতে হইবো তা ক্যান? মোটামুটি ভালো স্পীড থাকা উচিত তাই নয় কি? ফ্রি ফ্রি চিল্লাইয়া গলার রগ ফুলাইয়া ফালাইলে তো হইবো না কামের কাম যাতে হয় সেটার দিকে নজর দ্যান......... এতো স্লো স্পিডের কারনে তো মুল্যবান সময়ের পুঃ মারবার পারি না! তাইনা? সবাই অপেক্ষায় রইলাম........................... বাঁশ মারা-মারি বা ঢুকা-ঢুকি পরে করেন আগে আমাগো ফ্রি মাগার শান্তিতে নেট ইউজ ক্যামনে করা যায় তা তুইল্লা ধরেন...... বিঃ দ্রঃ ভাববেন না যে এটা আমার একার কথা... " আম জনতার কথা " আর কিছু পারেন বা না পারেন...... " অন্ধ রে সূর্য দেখতে শিখাইয়েন না " ভাইরা কে কতদিন কেমন স্পিডে ফ্রি নেট ইউজ করতে পারছেন বা এখনো করছেন এগুলা একটু তুলে ধরবেন তাহলে আশাকরি সবাই সবার প্রব্লেমটা বুঝতে পারবেন...। সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ। জানিনা টিউন টি প্রকাশ হবে কিনা! আর আমি এই ইন্টারনেট প্রজুক্তিতে অতটা অভিজ্ঞ নই...... তাই কোথায় কিভাবে কি করতে হয় তার সঠিক ধারনাটা নেই আমার... ভুল হলে খমার দৃষ্টি তে দেখবেন।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৬১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।