আমাদের কথা খুঁজে নিন

   

তিন দিনে ছয় পরীক্ষা : উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক



আগামী ২১ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মাত্র তিন দিনে ৬টি পরীক্ষা নেয়ার ঘোষনায় আতংকিত হয়ে পড়েছে দেশের ২০ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক। এসএসসি বা এইচএসসি'র পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের বিরতিসহ প্রতিদিন মাত্র ১টি পরীক্ষা দেয়ার নিয়ম রয়েছে। অথচ কোমলমতি শিশুদের বিরতী ছাড়াই দিতে হবে প্রতিদিন ২টি পরীক্ষা। রাজধানীর আবদুল মান্নান প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী কেয়া বলে, একদিনে দু’টি পরীক্ষা হলে আমাদের খুব অসুবিধা হবে। সারাদিন আমাদের সঙ্গে কে থাকবে? অভিভাবক লাকী বেগম রেডটাইমস বিডি ডটকমকে বলেন, সারাদিন ব্যস্ত থাকি, এত অল্প সময়ে ৬টি পরীক্ষা হলে সারাদিন ওদের সঙ্গে কিভাবে থাকবো বুঝতে পারছিনা।

তাছাড়া বাচ্চাদের দুপুরের খাবাবের ব্যবস্থা করাও ঝামেলা হবে। এত অল্প বয়সে এত ঝক্কি ঝামেলা ওরা কিভাবে সামলাবে, ভেবে খুব চিন্তা হচ্ছে। রাজধানীর ইস্কাটন গার্ডেন প্রথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, ঢাকা মহানগরীতে বর্তমানে ভোটার হাল নাগাদ কর্যক্রম চলছে। এটি চলবে আগামী মাসের মধ্যভাগ পর্যন্ত। ফলে আমাদের ও কর্মচারীদের খুব ব্যস্ত থাকতে হচ্ছে।

এমন অবস্থায় দেশব্যপী একযোগে শিক্ষা সমাপনী পরীক্ষা কতটুকু সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যাবে তা ভেবে দেখা দরকার। তা ছাড়া মাত্র তিন দিনে ৬টি পরীক্ষা হবার কারনে শহরের চাইতে গ্রামের ছাত্র ছাত্রীদের ভোগান্তি হবে বেশী। এভাবে বিরতি ছাড়াই টানা পরীক্ষার কারনে এবং পরীক্ষাস্থলে পর্যাপ্ত খাবারের অভাবে অসংখ্য শিক্ষার্থীর পুরো পরীক্ষা দেয়া সম্ভব হবে না বলে আশংকা করা হচ্ছে । এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম-সচিব (প্রশাসন) আবদুর রউফ চেীধুরী বলেন, প্রথমিক বৃত্তি পরীক্ষাও কিন্তু প্রতিদিন দুটি করে একই শিডিউলে অনুষ্টিত হয়। বৃত্তি পরীক্ষার সময় থাকে ৩ ঘন্টা কিন্তু সমাপনী পরীক্ষা হবে ২ ঘন্টার।

ফলে অভিভাবকদের চিন্তিত হবার কোন কারন দেখছিনা। আমাদের প্রস্তুতি পুরোদমে ছলছে। আশা করছি সুষ্ঠু ভাবে পরীক্ষা শেষ হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।