আমাদের কথা খুঁজে নিন

   

নুপুর,যতদূরে যাই



পালক পৃথিবী হয়ে উড়ে যাচ্ছে আমাদের মন এই মেঘমুখ - এই মনমৃত্তিকা ছোঁবার প্রত্যয় নিয়ে আমরা সাজাচ্ছি নৌকো। পার হবো,দেবো পাড়ি,কালের দারিদ্র্য- আর ক্ষুধার বিবাদ, মানুষের সাথে। একটা বকুলগুচ্ছ দেবো সাজিয়ে এই পথের চূড়ায়। তুমি আসবে তাই -বদলে দিতে ঘোরের নিয়ম। তারপর আমাদের ছাপাখানা থেকে ছেপে নিয়ে একটি পোষ্টার - বিলি করে যাবো এই নগরে।আরেকটা সূর্যের মুখ দেবে উঁকি ,এমন দৃশ্য বন্দনায় নত হবে ভোরের ছটা। আবাদি আলোর খোঁজে যাবো বহুদূরে, নুপুর - নেবো তোমাকেও সাথে, বাজতে ও বাজাতে এই নবম ঘুঙুর । ছবি - রিক ক্যাম্পবেল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।