আমাদের কথা খুঁজে নিন

   

কি চমৎকার দেখা গেল - ছাই মিশ্রিত মনুষ্য মূত্র নাকি উত্তম সার



আমাদের গ্রামঅঞ্চলে নাকি লোকজন কিছুদিন আগেও ক্ষেতে খামারে মল মূত্র ত্যাগ করতো। খুশবন্ত সিং এর একটা লেখা থেকে জানতে পেরেছিলাম, ভারতে নাকি এখনো চাষীরা তাদের প্রয়োজনীয় প্রাকৃতিক কাজসমূহ ক্ষেতেই সেরে নেন। খুব খারাপ কথা - কিন্তু এর যে একটা ভালো দিক আছে তা আবিস্কার হতে একটু সময় লাগলো আরকি! ফিনল্যান্ডের University of Kuopio র একজন পরিবেশ বিজ্ঞানী সুরেন্দ্র প্রধান তার গবেষনা শেষে জানিয়েছেন, গাছের ছাই মিশ্রিত মনুষ্য মূত্র নাকি ক্ষেত্র বিশেষে বাম্পার ফলন ঘটাতে পারে, বিশেষ করে টমাটো চাষে। " মূত্রে আছে নাইট্রোজেন আর ছাইয়ে আছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম - দুইয়ে মিলে গড়ে তোলে শক্তি আর দেয় বাম্পার ফলন --- তাই আপনার সকালের ছোট প্রয়োজনটুকু বাগানেই / বারান্দার টবে সেরে নিন" - হয়তো খুব শীঘ্রই এরকম কোন অ্যাড দেখতে পাওয়া যাবে পত্রিকা কিংবা টেলিভিশনের পাতায়। আমার ব্লগ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।