আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন! আমার সোনা! শুভ জন্মদিন!

লিখতে তো দেখি ভালোই লাগে.......

আজকের দিনটা যদি আমি শুধুই আমার বাবুটির জন্য উৎসর্গ করতে পারতাম ! যদি পারতাম সারাটা দিন আমার সোনাটিকে নিয়ে কাটিয়ে দিতে! এমনটিই খুব ইচ্ছে হয়েছিল আজ সকালে অফিসে আসার সময়। কিছুতেই মন টানছিল না অফিসের দিকে। পা দুটিও খুব বিদ্রোহ করেছিল মনের সাথে তাল মিলিয়ে। কিন্তু মন আর পা দুটিকে অনেক বুঝিয়ে-সুঝিয়ে অবশেষে আমি অফিসে এসেই পড়লাম। আসলে অফিস ফাঁকি দেওয়ার ইচ্ছে থাকলেও তা কিছুতেই সম্ভব নয়।

কারণ গত দুই মাস ধরে আমাদের পরিবারের উপর দিয়ে অনেক বিপদ গেছে তাই অনিচ্ছা সত্ত্বেও ছুটি নিতে হয়েছে বেশ কয়েকবার। অতঃপর একটি বিশেষ দিনের জন্য বিশেষ একটি ছুটি কাটানো আর সম্ভব হয়ে উঠেনি আজ। হুমম বিশেষ দিনই বটে। আজ অক্টোবরের ১৯ তারিখ, গুটি গুটি পায়ে আমার ছেলেটি তার জীবনের দুইটি বছর পার করে দিল। এইতো সেদিন মনে হচ্ছে যেন হাত বাড়ালেই নাগালে পাব, ২০০৭ এর এমনই এক অক্টোবরের এমনই এক ১৯ তারিখে আমার তুলতুলে ছোটমনিটি পৃথিবীর বুকে তার প্রথম ক্রন্দনের সুর তুলে আমার কানে মধুর শ্রবণাভূতির সৃষ্টি করেছিল।

সেই দিন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। জানি কষ্টেরও কমতি ছিল না সেদিন, কিন্তু অনেক কষ্টে অর্জিত মহান কিছু পাওয়ার আনন্দ যে হাজার হাজার হাজার গুণ বেশি তা সেদিনই বুঝতে পেরেছিলাম। আর তাই তো শিশুর কান্না ঔষুধের চেয়েও দ্রুততায় নিমিষেই আমার সকল কষ্টের ইতি টেনে দিয়েছিল। জানিনা পৃথিবীর আলোয় তাকে আলোকিত করে আমি তার জন্য কতটা ভালো বয়ে এনেছি সেদিন কিন্তু আমার জন্য যে এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না তা আমি দ্বীধাহীন ভাবে বলে দিতে পারি। জানি আমি কখনই ভালো মা হতে পারিনি।

সন্তানের দশ মাস হতে না হতেই আমি চাকুরীর মায়াজালে আবদ্ধ হই। প্রতি দিন একটি করে নতুন ছলনার জন্ম দিয়ে আমি অফিসে আসি সন্তানের চক্ষুর অন্তরালে। ছেলেটি আমার ঠিকই বুঝতে পারে তার মায়ের অফিসে যাওয়া আর আসার সময়কাল। তাই আমার অফিস থেকে ফেরার সময় হলেই তার ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যায়, সে দরজার আসে পাশে ঘুর ঘুর করে তার মা কবে আসবে এবং সে দৌড়ে গিয়ে মায়ের কোলটি দখল করে নিবে। আমারও যে খুব ভালো লাগে এমনটি করতে তা কিন্তু নয়।

কিন্তু জীবনের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়। না, আমার চাকুরী করাটা অভাবের তাড়নায় নয়। আমি চাকুরীটা না করলেও পারতাম। কিন্তু পারলাম না নিঃস্বার্থভাবে নিজের ক্যারিয়ারকে সন্তানের জন্য বিলিয়ে দিতে। এ দোষে আমি দোষী, অপরাধী অস্বীকার করার জো নেই।

এই বিশেষ দিনে তাই আমি আমার দোষের স্বীকারোক্তি দিলাম অকপটে। যদি দোষের বোঝা তাতে কিছু কম হয়! দিনটি আমার জন্য তো বিশেষই, আমার বাবুর জন্যও এটি অনেক অনেক অনেক বিশেষ একটি দিন। এ দিনে তার জীবনের ফুল ফুটেছিল। যদিও এখন সে জন্মদিনের কিছুই বুঝতে পারে না । গতরাতে তার খালামনি তাকে উইশ করছিল সুর করে-- "হ্যাপি বার্থডে টু ইউ....." সে তার মুখে একটি থাবা মেরে বলল -- "না, না, বাতডে না"।

তারপরও যখন তার কথা শুনছিল না তখন সে বলল--তাথী (লাথী - হাল্কা পা উঁচু করে)। এরপরও যখন বলছিল তখন সে তার মুখ চেপে ধরেছিল। এর কারণ তার ঘুম এসেছে। অযথা কেন সে তাকে এই ঘুমানোর টাইমে বিরক্ত করছে? এই হল আমার সোনামনি। তার আজ জন্মদিন।

এই দিনে তার জন্য আমার সবার কাছে একটায় চাওয়া সবাই যেন তাকে অনেক অনেক অনেক দোয়া করে যেন তার জীবন শুধুই সুখ-আনন্দ আর সফলতার বেষ্টনিতে আবদ্ধ থাকে। শুভ জন্মদিন! আমার সোনা! শুভ জন্মদিন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।