আমাদের কথা খুঁজে নিন

   

আমি আমারা ও বৃত্ত



আমি ,আমরা আর সবাই কেমন যেন একটি বৃত্তের মাঝে বাস করি । এই বৃত্তের বাহিরে আমরা চিন্তা করতে পারি না । আমি, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সবাই এক চিন্তায় মগ্ন ছিলাম- বড় হয়ে এটা করব আর ওটা করব । আবার যখন স্কুল গন্ডি পার হলাম তখন আবার নতুন ভাবনা শুরু হল । এখন একটা কিছু করতে হবে ।

করা আর হয় না । আবার যখন কলেজ জীবন শুরু করি তখন আবার স্বাধীনতা আশা করি । আমরা সবাই সেই স্বাধীনতা ঠিক মত পায় না । ভাবনা গুলো আর বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শেষ হয় না । আবার যখন র্ভাসিটির জীবন আসে তখন আবার নতুন করে চিন্তা শুরু করি ।

১ বছরের মাথায় স্বপন গুলো স্বপনের মাঝে বিরাজ করে । বৃত্তের বাহিরে আসিতে পারি না । বয়স যখন ২৫ তখন আবার জীবনের হিসাব শুরু করি । কি পেলাম না কি করলাম না আদৌ করতে পারব কিনা । না কি হারিয়ে যাব ।

শুরু করি বেচে থাকবার সংগ্রাম । আর তখন স্বপন আর চিন্তা ছোট করি যেন কিছুটা হলেও স্বপন পূরন হয় । তারপর ও বৃত্তের বাহিরে আসতে পারি না । এরমাঝে হিসাবের খাতায় মাঝে মাঝে মাইনাস আসতে শুরু করে ফলাফল শূন্যর মাঝে বাস করে । আর আমরা সবাই স্বপনের মাঝে স্বপন পূরন করতে থাকি ।

আর জীবন খাতা ছোট করি । এর মাঝে এক দিন চীর বিদায়ের ঘন্টা বাজে । আর তখন আমরা স্বপন দেখি পরকালের । কিন্তু পারি না বৃত্তে বাহিরে আসতে । বৃত্তে মাঝে ঘুরপাক খাই ..............?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।