আমাদের কথা খুঁজে নিন

   

গণিত যদি না থাকত



গণিত যদি না থাকত হেরোইনের ডাকে সাড়া দিতাম। গণিত যদি না থাকত দু:খ ভুলতে গাঁজার কাছে যেতাম। গণিত যদি না থাকত প্যাথিড্রিন মুখে চেপে তোমাকে ভূলে যেতাম। গণিত যদি না থাকত বাংলা ডাইল খাইতাম দিবা-রাতি। গণিত যদি না থাকত ম্যারজুনাকে বিদায় জানিয়ে পপির দিকে হাত বাড়াতাম।

গণিত যদি না থাকত মত্ত হাতি মত সব ধ্বংস করে দিতাম এসিড মেরে ভালবাসার আগুন নিবাতাম। গণিত যদি না থাকত এতদিনে চলে যেতাম যম পুরীতে। গণিত মোর সময় কাটানোর প্রেরণা টিনটিন ছাড়া বেঁচে থাকার আশা। গণিতের আলিঙ্গনে মাদক গেছে দূরে সরে। সব ভালবাসা নিয়েছে বিশ্বস্ত মৌলিক সংখ্যা।

গণিতের জয় হোক জয় হোক বিজ্ঞানের মৃত্যু হোক মাদক মিথ্যার আভিজাত্যের। ***********************

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.