আমাদের কথা খুঁজে নিন

   

তখন বৃষ্টি ছিল না : শরীফ এ. কাফী

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

Tokhon Bristi Chhilo Na by Sharif A. Kafi তখন বৃষ্টি ছিল না শরীফ এ. কাফী যশোর, ২৯.০৯.২০০৯ একজন ছায়া ফেলেছিল আদিগন্ত প্রলম্বিত ছায়া আমার দুষ্টি আর হৃদয় জুড়ে তমষায় আচ্ছন্ন বিবর্ণ ভবিষ্যতের পথ জানা নেই তখন বৃষ্টির মত শীতল বারতা নিয়ে তার ফেরারী হবার ঘোষণা পেলাম আমি তখনো নির্বিকার ছিলাম ভুতে পেলে যেমনটা হয় কারো মৃত্যুর দুদিন আগেই শোক প্রকাশ শুরু করেছিলাম যখন ছায়ারা সরে সরে গেল রৌদ্র বেরিয়ে কাতারে দাড়ালো বাতাসের চাপে গাছেরা মুনাজাত ধরলো বল্লাম --আমিন, যেন বলতে হলো তারপর দু:স্বপ্ন থেকে জেগ ওঠায় তিমির রাত্রির দেয়াল ঘষে ঘেমে ঘেমে দু:স্বপ্নরা গলে যায় রৌদ্র বাতাস অনুভবে এল না চোখ মেললাম, তখন বৃষ্টি ছিল না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।