আমাদের কথা খুঁজে নিন

   

কি দেব তোমাকে? : শরীফ এ. কাফী

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

Ki Debo Tomake? by Sharif A. Kafi কি দেব তোমাকে? শরীফ এ. কাফী ২৯ আগষ্ট ২০০৯ কি দেব তোমাকে? বাহবা অভিনন্দন ধন্যবাদ? এসব মানায় না তোমাকে। মিথ্যা মঞ্চের মিথ্যা সুধির মিথ্যা হাসির, মিথ্যা মালা কষ্টে হেসে বাধাই করা পাঠ করা সেই সম্মাননা ফুলের তোড়া করতালি দীপ জালিয়ে বাড়াবাড়ি কিছুই মানায় না তোমাকে। বলেছ ভালবাসি তোমাকে স্বচ্ছ জড়তাহীন প্রকাশে বলেছ পেয়েছ আমায় সারা জীবনের বন্ধু করে। আকাশের অসীম নীলের ছোয়া কুলায় ফিরে পাখীদের গান গাওয়া আবেগে আবেগে আলিঙগনে তপ্ত নি:শ্বাসে ঠোটে ঠোট বসন্ত ফুলের সব রঙ মেখে ঘাসের বুকে হেমন্ত শিশিরের ভালবাসায় মিশে যাওয়া! বলো কি দেব তোমাকে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।