আমাদের কথা খুঁজে নিন

   

আহ প্রথম আলো ! হায় বসুন্ধরা !

আমি সত্য কথাই বলি.....যত কঠিনই হোক...

যুদ্ধটা পুরনো। যখনই বসুন্ধরা কোন নতুন পত্রিকা বের করতে যায়,তখনই বাগড়া দেয় প্রথম আলো ও একজন মতিউর রহমান। যায়যায়দিন থেকে কালেরকন্ঠ। তবে কি নতুন কোন প্রতিদ্বন্ধীকে ভয় পায় তারা ? কেন ? তার একচেটিয়া বাজারে আঘাত আসবে বলে?? .................বসুন্ধরা বা শাহ আলমদের নিয়ে অভিযোগের অন্ত নেই,তা মানি। কিন্তু একজন লতিফুর রহমান যদি প্রথম আলোর মালিক না হতেন,তাহলে বোঝা যেত,কেমন ব্যক্তি তিনি।

তার বিরুদ্ধেও বহু কিছু শোনা যায়। কিন্তু মিডিয়ায় আসেনা,কারণ প্রতিপক্ষ মিডিয়ার মালিকদেরও যে অনেক কিছু বেরিয়ে যাবে ! ....................প্রথম আলো এবং মতিউর রহমানের জন্যই যায়যায়দিন বিপাকে পড়ে,বেকার হয় শত শত সাংবাদিক,কর্মচারী। শফিক রেহমান উপলক্ষ্য মাত্র। এখণ আবার কালের কন্ঠের বিরুদ্ধেও প্রথম আলো উঠে পড়ে লেগেছে ! কারণ কি ? প্রথশ আলোর অনেক সাংবাদিক,সার্কুলেশ,বিজ্ঞাপন বিভাগের কর্মী কালের কন্ঠে এসেছে বলে ! নিজের অবস্থান দূর্বল হবে বলে ! ...........................একবার প্রথম আলো বিপদে পড়েছিলো,হয়থ বন্ধই হয়ে যেতো,বিগত তত্বাবধায়খ সরকারের আমলে,একটা কার্টটন নিয়ে। সেই যাত্রা মতিউর রহমান মাফ চাওয়ার চেয়েও বেঁচে গিয়েছিলেন মইন উ আহমেদের হস্তক্ষেপে এবং অপরাপর সম্পাদকদের ভূমিকায়।

কিন্তু একথা সত্য পাঠকপ্রিয়তায় প্রথম আলো প্রথম হলেও,সাংবাদিকদের কাছে সবচে অজনপ্রিয় পত্রিকা এটি। কি মফস্বল,কি ঢাকা শহর। এর কারণ ঈর্ষা নয়,হামবড়া ভাব। সুতরাং মতিউর রহমানের লাঠিয়াল প্রথম আলো.চরিত্র না বদলালে সামনে আবার কোন বিপদ তৈরি হলে,আর কেউই বাঁচাবে না। আর কোন মইন উ এগেযে আসবেনা,আসবেনা অন্য সম্পাদক ও সাংবাদিকরা।

আর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বা খালেদা জিয়াও ভুলে যায়নি -‌দুই নেত্রীকে এবার যেতেই হবে' সেই মতিউর রহমানের কুখ্যাত লেখার কথা। সুতরাং সাধু সাবধান ! সুতরাং মতি ভাই...........বাংলাদেশ নিয়ন্ত্রনের চেষ্টা না করে,প্রথম আলোকে নিজের লাঠিয়াল না বানিয়ে সাংবাদিকতা করেন,সৎ সাংবাদিকতা,যেটি একতায় থাকতে করেছেন। (মনে রাখেন আপনার সাবেক সহকর্মী বামপন্থীরাও এখন আপনার পত্রিকা পোড়ায় !).............কুলিণ সাংবাদিকতা ছেড়ে,বাংলাদেশ নিয়ণ্ত্রনের চেষ্টা ছেড়ে নিজের কাজে মন দিন...........শিক্ষত সমাজে প্রথম আলোর গ্রহণযোগ্যতা কমছে,সাম্প্রতিক লাঠিয়াল কর্মকান্ডে ! আপনার বিরুদ্ধেও খুব সহসা মাঠে নামছে একাধিক জাতীয় পত্রিকা ও টিভি মাধ্যম ! হয়ত তখন আমরা জেনে যাবো একতার তহবিল তছরুপ,নিজ পুত্রের বিজ্ঞাপন বাজার নিয়ণ্ত্রন আর নিজের কোন বিশেষ দেশের-বিশেষ সংষ্থার সাথে যোগাযোগ বা যোগসূত্র.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।