আমাদের কথা খুঁজে নিন

   

লতা মঙ্গেশকরের একটি মিষ্টি প্রেমের গজল

চলছে ব্লগর ব্লগর

Jo itne qareeb hain is dil se, who dur hue to kya hoga? Hum unse bichhad kar jeene par majboor hue to kya hoga? যে এই হৃদয়ের এত কাছাকাছি, যদি সে পর হয়ে যায়, কি হবে তবে? যদি তাকে ছাড়া নিতান্তই দায়ে পড়ে একটা জীবনযাপন করতে হয়, কি হবে তবে? Hum unki mohabbat pane ko har baat ganwara to kar de Is bat se who aur agar magroor hue to kya hoga? তার একটুখানি ভালোবাসার জন্য আমি তুচ্ছ করি কত কত কত কিছু আর তাই দেখে যদি সে হয় অহঙ্কারী আত্মম্ভরি, কি হবে তবে? Sheeshe bhi nazuk khwab hain jo, raaton ne sajaye hain lekin Yeh din ki chattanon par girke jab choor hue to kya hoga? মায়াবী রাত এনে দিয়েছে এই দু’চোখে কত না কাঁচের মত নাজুক স্বপ্ন, দিনের ধাতব পৃষ্ঠে আছাড়ে পড়ে সেই স্বপ্নগুলো যদি হয় চুরমার, কি হবে তবে? Duniyan jo kahegi tumko kahegi bura, humko na lagega yeh accha Socho ke tumhare hum pe sitam mashoor hue to kya hoga? যন্ত্রণা হয় এই বুকে যখন কেউ তোমায় মন্দ বলে আর তারাই যদি জানতে পারে যে তুমি আমায় যন্ত্রণা দাও, কি হবে তবে? গজলটি নেয়া হয়েছে লতা মঙ্গেশকরের সাদগি অ্যালবাম থেকে (ট্র্যাক # ৪)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।