আমাদের কথা খুঁজে নিন

   

” কিছু কথা বলার ছিল “



কিছু কথা বলার ছিল সময় হয়নি তোমার হবেইবা কেন বল আমার যে নেই সুখের সরন্জ্ঞাম বিলাসিতার উপাংস। যা ছিল তা ভালবাসা, ভালবাসা এবং ভালবাসা। এসবে কি মন পুড়ে?? যার দরকার সাজঘরের প্রলেপ, আধার নৃত্য আর মধুকর। সবকিছুই আজ অনুভূতির কোলে মাথা গুজে আছে,ভাজ করা প্রেম পত্রের মত। ভুলের ঘ্রান পাই স্মৃতির কার্নিশে, রংধুনুর ডানায়, বুনো জোছনায়। আজ কুমারী কান্নারা বের হয়ে আসে আমার দীর্ঘশ্বাসে, প্রানের মন্চে, অস্থির ভাবাবেগে, সঙ্গীহীন সন্ধ্যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।