আমাদের কথা খুঁজে নিন

   

দেশ জাতির উন্নয়নে যুব সমাজ

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

দেশ জাতির উন্নয়নে যুব সমাজঃ দেশ জাতির উন্নয়নে যুব শক্তির পূর্ণ সদ্ব্যবহারসহ একটি আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন এখনও আমাদের অপূর্ণ থেকে গেছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন আমাদের প্রিয় মাতৃভূমি সামরিক-বেসামরিক, অদক্ষ-অযোগ্য নেতৃত্বের হাতে পড়ে বার বার পিছিয়েছে; তাছাড়া সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িক জঙ্গিবাদী অগণতান্ত্রিক শক্তিসহ যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। শোষণ, বঞ্চনা, বেকারত্বের ফাঁদ, শহর গ্রামের যুব শক্তিকে বেধে রেখেছে। এই ফাঁদ ছিঁড়ে বেরিয়ে আসার মতো যুব শক্তির সৃজনশীল বিকাশের রাজনৈতিক শক্তি এখনও দৃশ্যমান নয়।

যতটুকু যা আছে তা বিভিন্ন সংকীর্ণ ব্যক্তি স্বার্থের ধারায় বিভক্ত। আমাদের যুব শক্তি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রামসহ সকল রকমের অন্যায় অবিচারের বিরুদ্ধে বার বার জীবন দিয়ে জন অধিকারকে নিশ্চিত করেছে; কিন্তু সেই অর্জনও আমরা ধরে রাখতে পারছি না। দুর্নীতি, কালোটাকা, সন্ত্রাস, পেশিশক্তির দলবাজি আমাদের মহান অর্জনগুলো ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের সচেতনভাবে দাঁড়াতে হবে। কোটি বেকারের দেশে নানান দুঃখ যন্ত্রণার মধ্যেও আমাদের যুব শক্তি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছেন নিরন্তর।

ভিটমাটি বিক্রি করে গরিব কৃষক পিতার যুবক সন্তান বিদেশের মাটিতে অমানবিক জীবনযাপন করে প্রতিদিন বিন্দু বিন্দু ঘামের বিনিময়ে কিছু কিছু সঞ্চয় পাঠাচ্ছেন দেশে। আমাদের সরকারের অর্থ ভান্ডারের কর্তারা তাই নিয়ে গর্ব করছেন। কিন্তু ঐ যুবকদের বিদেশে পাড়ি জমানের দুঃখ লাঘবের কোন চেষ্টা নেই; নীতিমালাও নেই। আমাদের সরকারি সহায়তা ছাড়া কৃষি, পোল্ট্রি, মৎস্য ইত্যাদি খাতে ছোট ছোট পুঁজি নিয়ে আমাদের যুব শক্তি আয়বর্ধনমূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন যার ইতিবাচক প্রভাব আমাদর অর্থনীতিতে আছে। লক্ষ লক্ষ গার্মেন্টস যুব-নারী কাজ করে চলেছেন নিভৃতে মালিকপক্ষের অন্যায় অবিচার মেনে।

তারা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা দিয়ে যাচ্ছেন। খাদ্য ঘাটতি মোকাবেলায় আমাদের গ্রামীণ সমাজে যুব কৃষকরা দিনরাত্রি মাঠে পরিশ্রম করে ধান, গম, আলু, পাট উৎপন্ন করছেন যা অনন্য নজীর সৃষ্টিকারী ঘটনা হিসেবে দেখা যাচ্ছে। উপকূল চরাঞ্চলের গরিব যুবকেরা সিডর আইলা মোকাবেলা করে সাহস যুগিয়েছে সেই নিঃস্ব মানুষদের। দুর্যোগ মোকাবেলায় আমাদের দেশের যুব শক্তির ইতিবাচক কর্মকান্ডের স্বীকৃতি নেই। আমরা চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

বাংলাদেশ উন্নয়নে দেশজ নীতিতে মেধা শক্তিকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সকল ইতিবাচক পরিবর্তনের জন্য, সমাজ বদলের জন্য, একটি আধুনিক বাংলাদেশের জন্য আমাদের যুব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নেই। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, লুটেরাদের বিরুদ্ধে লড়াই করতে না পারলে যুব শক্তির অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।