আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধ



সন্ধি নয় যুদ্ধ, যুদ্ধের জন্য যুদ্ধ? না শান্তির জন্য যুদ্ধ কৃষক যে বীজ বুনে দিলো তার নাম যুদ্ধ বীজ ফেটে যে অঙ্কুরোদগম হলো তার নাম যুদ্ধ যে যুবক অজানার দিকে হেঁটে চললো তার নাম যুদ্ধ যে কিশোরী যুবতী হওয়ার আগেই যুবতী হলো তার নাম যুদ্ধ গ্রেনেড ছোঁড়ার নাম যুদ্ধ, গ্রেনেডে পা উড়ে যাওয়ার নাম যুদ্ধ বুলেট ছোঁড়া যুদ্ধ, বুলেটের সামনে দাঁড়িয়ে যাওয়া যুদ্ধ যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ, শান্তির জন্য যুদ্ধ। যুবক যুদ্ধ, যুবতী যুদ্ধ বিয়ে যুদ্ধ, তালাক যুদ্ধ মা যুদ্ধ, বাবা যুদ্ধ জন্ম যুদ্ধ, মৃত্যু যুদ্ধ দিন যুদ্ধ, রাত যুদ্ধ তুলি যুদ্ধ, কলম যুদ্ধ রবীন্দ্র যুদ্ধ, নজরুল যুদ্ধ কবি হওয়া যুদ্ধ, কবিতা লেখা যুদ্ধ হামলা করা যুদ্ধ, প্রতিরোধ করা যুদ্ধ জান দেয়া যুদ্ধ, জান নেয়া যুদ্ধ ট্রেনিং দেয়া যুদ্ধ, ট্রেনিং নেয়া যুদ্ধ যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ, মুক্তির জন্য যুদ্ধ, শান্তির জন্য যুদ্ধ। সামনে চলার জন্য প্যাডেলে পা রাখার নাম যুদ্ধ প্যাডেলে প্যাডেলে চাকা সচল রাখার নাম যুদ্ধ একমুঠো ভাতের জন্য লড়াই করার নাম যুদ্ধ একমুঠো শস্য উৎপাদন করার নাম যুদ্ধ বাবা হওয়ার জন্য নারীকে চুমু খাওয়ার নাম যুদ্ধ মা হওয়ার জন্য পুরুষকে আলিঙ্গন করার নাম যুদ্ধ জন্ম নিয়ে যে শিশুটি চিৎকার করে আপন অস্তিত্ব জানান দেয় তার নাম যুদ্ধ চিৎকার শুনে যে মা জেগে উঠে ভুলে যায় প্রসববেদনা তার নাম যুদ্ধ যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ, মানবিকতার জন্য যুদ্ধ, শান্তির জন্য যুদ্ধ। মাটি যুদ্ধ, পাথর যুদ্ধ আকাশ যুদ্ধ, বাতাস যুদ্ধ পাহাড় যুদ্ধ, সমতল যুদ্ধ নদী যুদ্ধ, সমুদ্র যুদ্ধ জড় যুদ্ধ, জীব যুদ্ধ পশু যুদ্ধ, পাখি যুদ্ধ জনপদ যুদ্ধ, সেনাবাস যুদ্ধ কারগার যুদ্ধ, কারাবাস যুদ্ধ রাষ্ট্র যুদ্ধ, বিরাষ্ট্র যুদ্ধ রাজা যুদ্ধ, প্রজা যুদ্ধ দেশের জন্য যুদ্ধ, দেশ জয়ের জন্য যুদ্ধ যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ, যুদ্ধ জয়ের জন্য যুদ্ধ, শান্তির জন্য যুদ্ধ। পৃথিবীকে আলোকিত করার জন্য ভোরে যে সূর্য ওঠে তার নাম যুদ্ধ রাতের আঁধারে যে কুলনারী প্রদীপ জ্বেলে দেয় তার নাম যুদ্ধ পৃথিবী রার জন্য যুদ্ধ করার নাম যুদ্ধ পৃথিবী রার জন্য মারণাস্ত্র তৈরি করার নাম যুদ্ধ অধিকার আদায়ে বিােভে ফেটে পড়ার নাম যুদ্ধ অধিকার হরণে বিােভ হতে না দেয়ার নাম যুদ্ধ জীবন বাঁচাতে যুদ্ধ, জীবন সাজাতে যুদ্ধ মারার নাম যুদ্ধ, মরে অমর হওয়ার নাম যুদ্ধ যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ, বাঁচার জন্য যুদ্ধ, শান্তির জন্য যুদ্ধ কুরআন যুদ্ধ, বাইবেল যুদ্ধ ত্রিপিটক যুদ্ধ, গীতা যুদ্ধ হিন্দু যুদ্ধ, মুসলিম যুদ্ধ খ্রিস্টান যুদ্ধ, বৌদ্ধ যুদ্ধ বাঙালি যুদ্ধ, অবাঙালি যুদ্ধ কালো যুদ্ধ, শাদা যুদ্ধ ধর্ম যুদ্ধ, নিধর্ম যুদ্ধ উত্তম যুদ্ধ, অধম যুদ্ধ মরা যুদ্ধ, বাঁচা যুদ্ধ প্রথম যুদ্ধ, শেষ যুদ্ধ ভালোবাসতে যুদ্ধ, ভালো না বাসতে যুদ্ধ যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ, প্রাণের জন্য যুদ্ধ, শান্তির জন্য যুদ্ধ। জীবন বদলের জন্য যুদ্ধ, জীবন না বদলের জন্য যুদ্ধ আগ্রাসন করার নাম যুদ্ধ, আগ্রসন প্রতিরোধ করার নাম যুদ্ধ হানাদার মারার নাম যুদ্ধ, হানাদার মারতে গিয়ে মরার নাম যুদ্ধ শহীদ মিনারের দিকে শহীদজননীর হেঁটে যাওয়া যুদ্ধ স্মৃতিসৌধের শিরটি আসমানের দিকে উঠে যাওয়া যুদ্ধ রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের যুদ্ধ, রাষ্ট্রের পে রাষ্ট্রের যুদ্ধ অযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধের যুদ্ধ, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধের যুদ্ধ যুদ্ধে যাওয়ার নাম যুদ্ধ, যুদ্ধে না যাওয়ার নাম যুদ্ধ যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ, জীবনের জন্য যুদ্ধ, শান্তির জন্য যুদ্ধ। ফুল যুদ্ধ, ফল যুদ্ধ উৎপাদন যুদ্ধ, বন্টন যুদ্ধ বৃষ্টি যুদ্ধ, অনাবৃষ্টি যুদ্ধ কৃষক যুদ্ধ, শ্রমিক যুদ্ধ পুরুষ যুদ্ধ, নারী যুদ্ধ শান্তি যুদ্ধ, অশান্তি যুদ্ধ গরীব যুদ্ধ, ধনী যুদ্ধ আপন যুদ্ধ, পর যুদ্ধ বাড়ি যুদ্ধ, গাড়ি যুদ্ধ বিদ্রোহ করা যুদ্ধ, বিদ্রোহ দমন যুদ্ধ যুদ্ধ যুদ্ধ খেলা যুদ্ধ, শান্তি শান্তি বলা যুদ্ধ যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ, আলোর জন্য যুদ্ধ, শান্তির জন্য যুদ্ধ। কারখানার চাকা ঘুরাতে শ্রমিকের যে ঘাম ঝরল তার নাম যুদ্ধ ঘাম শুকানোর আগে যে মালিক পারিশ্রমিক মেটালো তার নাম যুদ্ধ মানুষ বাঁচানোর নাম যুদ্ধ, হত্যা-খুন-গুম করার নাম যুদ্ধ যুদ্ধের জন্য যুদ্ধ, যুদ্ধ না করার জন্য যুদ্ধ আঁধারের বিরুদ্ধে আলোর যুদ্ধ, আলোর বিরুদ্ধে আঁধারের যুদ্ধ রাজনীতির জন্য গণতন্ত্রের যুদ্ধ, গণতন্ত্রের জন্য রাজনীতির যুদ্ধ যুদ্ধে যাওয়ার নাম যুদ্ধ, যুদ্ধে না যাওয়ার নাম যুদ্ধ যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ, স্বাধীনতার জন্য যুদ্ধ, শান্তির জন্য যুদ্ধ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.